ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

ব্যাটিং পরামর্শক হয়ে ফিরছেন সিডন্স

  • আপডেট সময় : ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন জেমি সিডন্স। তিনি এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সাল থেকে ২০১১ আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব-তামিমদের কোচ ছিলেন।
গত শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আপনারা হয়ত অনেকেই জানেন, সিডন্স আমাদের ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন। ‘জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারীতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।’
বর্তমানে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করছেন অ্যাশওয়েল প্রিন্স। তিনি গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে আছেন। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসলেও তাকে কোন দলের সঙ্গে কাজে লাগানো হবে তা চূড়ান্ত করা হয়নি।
সিডন্সের দায়িত্ব নিয়ে পাপন বলেন, ‘এটা আমরা ঠিক করবো। আমরা যদি বলি এইচপি, আমরা যদি বলি অনূর্ধ্ব-১৯, আমরা যদি বলি বাংলাদেশ টাইগার্স কিংবা ১৫ টা ছেলেকে নিয়ে তাকে দেই এসব।’
‘সমস্যাতো অনেকগুলো। এই যে দল সিরিজে আছে, এই সময় কিন্তু কোচিং করা যায়না। যারা নিউজিল্যান্ডে গেছে তারা ছাড়া যারা দেশে আছে তাদের কোচিং হচ্ছে না। এই যে একটা গ্যাপ, এটা দেশি হোক বিদেশি কোচ হোক, আমরা ব্যাটিং, বোলিং উন্নতি করাতে চাই’-আরও যোগ করেন বিসিবি সভাপতি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যাটিং পরামর্শক হয়ে ফিরছেন সিডন্স

আপডেট সময় : ১০:৫৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন জেমি সিডন্স। তিনি এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭ সাল থেকে ২০১১ আইসিসি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি সাকিব-তামিমদের কোচ ছিলেন।
গত শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এ ঘোষণা দিয়েছেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘আপনারা হয়ত অনেকেই জানেন, সিডন্স আমাদের ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন। ‘জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারীতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।’
বর্তমানে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করছেন অ্যাশওয়েল প্রিন্স। তিনি গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে আছেন। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসলেও তাকে কোন দলের সঙ্গে কাজে লাগানো হবে তা চূড়ান্ত করা হয়নি।
সিডন্সের দায়িত্ব নিয়ে পাপন বলেন, ‘এটা আমরা ঠিক করবো। আমরা যদি বলি এইচপি, আমরা যদি বলি অনূর্ধ্ব-১৯, আমরা যদি বলি বাংলাদেশ টাইগার্স কিংবা ১৫ টা ছেলেকে নিয়ে তাকে দেই এসব।’
‘সমস্যাতো অনেকগুলো। এই যে দল সিরিজে আছে, এই সময় কিন্তু কোচিং করা যায়না। যারা নিউজিল্যান্ডে গেছে তারা ছাড়া যারা দেশে আছে তাদের কোচিং হচ্ছে না। এই যে একটা গ্যাপ, এটা দেশি হোক বিদেশি কোচ হোক, আমরা ব্যাটিং, বোলিং উন্নতি করাতে চাই’-আরও যোগ করেন বিসিবি সভাপতি।