ক্রীড়া ডেস্ক : দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, দেশে পরিবার নিয়ে দুর্ভাবনা। মাঠের বাইরের সবকিছু নিয়ে রশিদ খান তার ভাবনা জানাচ্ছেন নিয়মিতই। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেসবের ছাপ পড়তে দিচ্ছেন না তিনি একটুও। ‘দা হানড্রেড’ মাতানোর পর এবার টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরেও তিনি দলের জয়ের নায়ক। যদিও চেনা ভূমিকায় নয়। লেগ স্পিনার রশিদ ম্যাচ জেতালেন ব্যাট হাতে।
টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে যখন উইকেটে যান রশিদ, ইয়র্কশায়ারকে হারাতে সাসেক্সের প্রয়োজন তখন ২১ বলে ৪৩ রান। রশিদকে নামানো হয় ছয় নম্বরে। দ্বিতীয় বলেই ছক্কা মেরে তিনি ইঙ্গিত দেন দলের চাওয়া পূরণ
পরের ওভারে ডাউন দা উইকেটে এসে চোখধাঁধানো হেলিকপ্টার শটে ছক্কা মারেন আরেকটি। ওই ওভারে সঙ্গী ডেভিড ভিসা আউট হয়ে গেলেও রশিদকে থামানো যায়নি। ১৯তম ওভারে টানা তিনটি চার মারেন ডেভিড উইলিকে।
শেষ পর্যন্ত সাসেক্স জিতে যায় দুই বল বাকি রেখেই। রশিদ অপরাজিত থাকেন ৯ বলে ২৭ রান করে।
ব্যাটিংয়ের আগে বল হাতেও যথারীতি নিজের কাজ তিনি করেন ভালোভাবেই। ইয়র্কশায়ার ১৭৭ রান তুললেও কিপটে বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি নেন ১টি উইকেট। ম্যান অব দা ম্যাচও তিনিই।
টি-টোয়েন্টি ব্লাস্টের আগে দা হানড্রেড টুর্নামেন্টে ১২ উইকেট নিয়ে যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হন রশিদ।
ব্যাটিং ঝড়ে নায়ক রশিদ খান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ