ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ব্যাটারি রিকশা উচ্ছেদ অভ্যুত্থানের চেতনার পরিপন্থি: শ্রমজীবী সমিতি

  • আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে অভিযোগ করেছে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি। লাখো মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া ও সাধারণ সম্পাদক আবু বকর রিপন এক যৌথ বিবৃতিতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে কয়েক লাখ বেকার মানুষ কর্মসংস্থান হিসেবে ব্যাটারি রিকশা চালান। লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বিবেচনা প্রসূত নয়। এই ঘটনায় প্যাডেল চালিত রিকশাচালকদের অটোরিকশাচালকদের মুখোমুখী অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতৃবৃন্দ আরও বলেন, বিকল্প ব্যবস্থা না করে কারও কর্মসংস্থান কেড়ে নিয়ে রাষ্ট্র জনগণের প্রতি দায় এড়াতে চাচ্ছে, যা লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেশা বদলাচ্ছেন শিক্ষকরা

ব্যাটারি রিকশা উচ্ছেদ অভ্যুত্থানের চেতনার পরিপন্থি: শ্রমজীবী সমিতি

আপডেট সময় : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে অভিযোগ করেছে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি। লাখো মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া ও সাধারণ সম্পাদক আবু বকর রিপন এক যৌথ বিবৃতিতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নিন্দা জানান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে কয়েক লাখ বেকার মানুষ কর্মসংস্থান হিসেবে ব্যাটারি রিকশা চালান। লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বিবেচনা প্রসূত নয়। এই ঘটনায় প্যাডেল চালিত রিকশাচালকদের অটোরিকশাচালকদের মুখোমুখী অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতৃবৃন্দ আরও বলেন, বিকল্প ব্যবস্থা না করে কারও কর্মসংস্থান কেড়ে নিয়ে রাষ্ট্র জনগণের প্রতি দায় এড়াতে চাচ্ছে, যা লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।