নিজস্ব প্রতিবেদক : সরকার ব্যাটারিচালিত রিকশা চলায় নিষেধাজ্ঞা দিলেও এসব রিকশা চালানোর অনুমতি চান শারীরিক প্রতিবন্ধীরা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। প্রতিবন্ধী ঐক্য সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পথ চলতে আমাদের ওপর বিভিন্ন প্রশাসনিক বাধা আসে। আমরা শারীরিক অক্ষমতার কারণে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। কিন্তু সরকার এসব যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারা আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ, জুরাইন, মুগদা, মান্ডা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার আট শতাধিক শারীরিক প্রতিবন্ধী বেকার হয়ে পড়েছেন। আমরা যারা শারীরিকভাবে অক্ষম তারা ব্যাটারিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত গাড়ি চলাচলের অনুমতি চাচ্ছি। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেবেন।’
বক্তারা বলেন, আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদেরও আছে। রাষ্ট্রীয় উপাধি নামকরণে আমরা সুবর্ণ নাগরিক। আমাদের সরকারি ভাতা মাত্র ৭৫০ টাকা। এই নামমাত্র অর্থ দিয়ে তেল, লবণ, পেঁয়াজ ছাড়া আর কিছুই কেনা সম্ভব নয়। আমাদের পরিবার আছে, আছে ছেলে-মেয়ে। তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করতে পারি না ঠিকমতো। আমরা চেষ্টা করি, যেসব কর্ম পারি সেই পথ ধরে নিজেদের একটু এগিয়ে নেওয়ার। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ঐক্য সমাজের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মো. আল মাহমুদ হোসেন, সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পদক মো. আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুন প্রমুখ।
ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চান প্রতিবন্ধীরা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ