নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহযোগিতায় ব্যাংক এশিয়া সম্প্রতি ভোলা জেলায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। ভোলা সার্কিট হাউজে আয়োজিত কর্মশালায় ২৬টি ব্যাংকের ভোলা জেলার ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপকসহ বিভিন্ন পদ মর্যাদার ৭০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম প্রধান অতিথি এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী ও যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা কর্মশালায় সভাপতিত্ব করেন।