ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার কমে ৩%

  • আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তফসিলি ব্যাংকগুলোর দৈনিক নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার সাড়ে ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এ নির্দেশনা বুধবার (৫ মার্চ) থেকে কার্যকর হবে। একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর। সার্কুলারে বলা হয়, মুদ্রানীতি আরও উৎকৃষ্ট করতে ও তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করতে ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যুনতম ৩ শতাংশ হবে।

দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের তফসিলি ব্যাংকগুলোকে (ইসলামি শরীয়াহভিত্তিকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের নূন্যতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যুনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখার নির্দেশনা ছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার কমে ৩%

আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : তফসিলি ব্যাংকগুলোর দৈনিক নগদ জমা সংরক্ষণের (সিআরআর) হার সাড়ে ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা আগের মত ৪ শতাংশই থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এ নির্দেশনা বুধবার (৫ মার্চ) থেকে কার্যকর হবে। একটি ব্যাংকে যে পরিমাণ আমানত জমা থাকে, সেটির ন্যূনতম একটা নগদ অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলা হয় ক্যাশ রিজার্ভ বা সিআরআর। সার্কুলারে বলা হয়, মুদ্রানীতি আরও উৎকৃষ্ট করতে ও তারল্য ব্যবস্থাপনা আরও সুসংহত করতে ৫ মার্চ থেকে নগদ জমা সংরক্ষণের হার দৈনিক ভিত্তিতে ন্যুনতম ৩ শতাংশ হবে।

দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে তা ৪ শতাংশে অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের তফসিলি ব্যাংকগুলোকে (ইসলামি শরীয়াহভিত্তিকসহ) তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের নূন্যতম ৪ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যুনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখার নির্দেশনা ছিল।