ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাংকিং কার্যক্রম স্থগিত করেছে লেবানন

  • আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

আল-জাজিরা : নিরাপত্তা ঘাটতি উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকিং কার্যক্রম স্থগিত করেছে লেবাননের ব্যাংকিং অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার সন্ধ্যায় দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক নিষেধাজ্ঞার উল্লেখ করে। গত তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ব্যাংকগুলো পুনরায় চালুর নির্দিষ্ট তারিখ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাংকের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই ঝুঁকি কমানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত সপ্তাহে লেবাননের বেশ কয়েকটি ব্যাংকে কয়েকজন গ্রাহক আটকে থাকা সঞ্চয়ের অর্থ তোলার জন্য নানাভাবে হামলা চালিয়েছে। এমনকি সম্প্রতি এক নারী নিজের সঞ্চিত অর্থ তুলতেই অস্ত্র নিয়ে লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যাংকে প্রবেশ করে। সেখানে তিনি ব্যাংকে গচ্ছিত তার সঞ্চয়ের অর্থ তুলতে চান। ওই নারীর পরিবারের একজন সদস্য হাসপাতালে ছিলেন এবং তিনি হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না। বর্তমানে লেবাননের মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির ৮০ শতাংশ মানুষ খাদ্য এবং ঔষধ কেনার জন্য কার্যত সংগ্রাম করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যাংকিং কার্যক্রম স্থগিত করেছে লেবানন

আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

আল-জাজিরা : নিরাপত্তা ঘাটতি উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকিং কার্যক্রম স্থগিত করেছে লেবাননের ব্যাংকিং অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার সন্ধ্যায় দেশটির ব্যাংকিং অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক নিষেধাজ্ঞার উল্লেখ করে। গত তিন দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ব্যাংকগুলো পুনরায় চালুর নির্দিষ্ট তারিখ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাংকের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই ঝুঁকি কমানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত সপ্তাহে লেবাননের বেশ কয়েকটি ব্যাংকে কয়েকজন গ্রাহক আটকে থাকা সঞ্চয়ের অর্থ তোলার জন্য নানাভাবে হামলা চালিয়েছে। এমনকি সম্প্রতি এক নারী নিজের সঞ্চিত অর্থ তুলতেই অস্ত্র নিয়ে লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যাংকে প্রবেশ করে। সেখানে তিনি ব্যাংকে গচ্ছিত তার সঞ্চয়ের অর্থ তুলতে চান। ওই নারীর পরিবারের একজন সদস্য হাসপাতালে ছিলেন এবং তিনি হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিলেন না। বর্তমানে লেবাননের মানুষ চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির ৮০ শতাংশ মানুষ খাদ্য এবং ঔষধ কেনার জন্য কার্যত সংগ্রাম করছেন।