নিজস্ব প্রতিবেদক : ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে “বিসিবিএল ইফতার” শনিবার ব্যাংকার্স ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কাজী আহসান খলিল এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম মাইনুল কবির। সাধারন সম্পাদক মো. রাশেদ আকতার এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু অনুষ্ঠানে আরও ছিলেন ক্লাবের সম্মানিত সদস্য এবং বিভিন্ন ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তারা।