ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

ব্যাংককে চিকিৎসাধীন রওশন এরশাদ কথা বলছেন

  • আপডেট সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
গতকাল রোববার তাকে আর অক্সিজেন দেওয়া লাগেনি; তিনি কথাও বলেছেন বলে ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদের বরাতে তার সহকারী জানান।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে শুক্রবার ব্যংককে নিয়ে বামরুন গ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছরের রওশন ফুসফুসের জটিলতায় ভুগছেন। তার একান্ত সহকারী মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম আজ কথা বলছেন। তাকে এখন অক্সিজেন দেওয়া লাগছে না।” গত শনিবার রওশনকে অক্সিজেন দেওয়া লেগেছিল বলে জানান তিনি। ফুসফুসের জটিলতায় আক্রান্ত রওশনকে গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে ছিলেন।
গত ২৫ আগস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়। প্রথম দফায় কেবিনে স্থানান্তরের পর বিরোধী দলীয় নেতাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়েছিল। এছাড়া ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছিল। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়। রওশনের সঙ্গে তার ছেলে শাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংককে চিকিৎসাধীন রওশন এরশাদ কথা বলছেন

আপডেট সময় : ০১:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অবস্থার উন্নতি হয়েছে বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
গতকাল রোববার তাকে আর অক্সিজেন দেওয়া লাগেনি; তিনি কথাও বলেছেন বলে ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদের বরাতে তার সহকারী জানান।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনকে শুক্রবার ব্যংককে নিয়ে বামরুন গ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছরের রওশন ফুসফুসের জটিলতায় ভুগছেন। তার একান্ত সহকারী মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম আজ কথা বলছেন। তাকে এখন অক্সিজেন দেওয়া লাগছে না।” গত শনিবার রওশনকে অক্সিজেন দেওয়া লেগেছিল বলে জানান তিনি। ফুসফুসের জটিলতায় আক্রান্ত রওশনকে গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে ছিলেন।
গত ২৫ আগস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়। প্রথম দফায় কেবিনে স্থানান্তরের পর বিরোধী দলীয় নেতাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়েছিল। এছাড়া ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছিল। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়। রওশনের সঙ্গে তার ছেলে শাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ রয়েছেন।