ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ব্যস্ত লেপ-তোষকের কারিগররা

  • আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে শীতের প্রকোপ বেশি হওয়ায় অনেকেই তৈরি করছেন নতুন লেপ-তোষক। এতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলার হাড়িভাসা, জগদল, টুনিরহাট, ভজনপুরসহ বিভিন্ন হাটবাজার ও পঞ্চগড় পৌরশহরের লেপ-তোষক তৈরির দোকানগুলোতে গিয়ে দেখা যায়, মালিক-শ্রমিক সবাই লেপ-তোষক তৈরি, সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। আকার ও তুলা ভেদে বিভিন্ন দামে লেপ-তোষক বিক্রি করা হচ্ছে। শিমুল তুলার দাম বেশি হওয়ায় একেকটি লেপ/তোষক বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। দোকানিরা বলেন, ‘বছরের প্রায় আট মাস তেমন কাজ হয় না। এখন শীতকালে কাজের সুযোগ বেশি, আয়-ইনকামও বেশি। তাই চার মাসের কাজের পারিশ্রমিক দিয়ে বাকি আট মাস চলতে হয়। ’ মৌসুমে একেকজন কারিগর দৈনিক ৬/৭টি লেপ-তোষক তৈরি করতে পারেন। প্রতিটি লেপ আকার ভেদে এক হাজার থেকে দেড় হাজার টাকা, তোষক ১২০০ থেকে ১৪০০ টাকা এবং জাজিম ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খুচরা বিক্রি করা যায়। প্রতিটিতে পারিশ্রমিক আসে ২০০ থেকে ২৫০ টাকা। তবে গত বছরের তুলনায় এ বছর তৈরি লেপ-তোষকের দাম তুলনামূলক বেশি বলে দাবি ক্রেতাদের।
হাবিবা আক্তার হিমু নামের এক ক্রেতা বলেন, ‘এবারে কিছুটা আগে ভাগেই শীত পড়তে শুরু করেছে। তাই লেপ-তোষক তৈরি করতে বাজারে এসেছি। তবে তুলার দাম খানিকটা বেশি চাচ্ছেন দোকানিরা।’
ব্যবসায়ীরা বলছেন, ‘কাপড় ও তুলার দাম বেড়ে যাওয়ায় লেপ-তোষকে গুণতে হচ্ছে বেশি দাম।’ আনারুল ইসলাম নামের এক কারিগর বলেন, ‘বছরের মধ্যে শীতের দুই থেকে তিন মাস আমাদের ব্যবসার মৌসুম। এই সময়ে লেপ তোষক বিক্রিও যেমন বাড়ে তেমনি আমাদের ব্যস্ততাও বাড়ে। শীতের শেষে অলস সময় পার করতে হয় আমাদের।’ তুলা ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, ‘আমাদের এলাকায় শীত শুরু হয়েছে। ভিড় বাড়ছে লেপ-তোষকের দোকানগুলোতে। এ বছর তুলার দাম প্রতি কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে, কাপড়ে বেড়েছে গজে ৫-৬ টাকা।
এখন পর্যন্ত শীতের তীব্রতা খুব বেশি অনুভূত না হলেও ক্রমশ কমছে তাপমাত্রা। গত ১০ দিনের ব্যবধানে পঞ্চগড়ে সর্বনি¤œ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিন দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যস্ত লেপ-তোষকের কারিগররা

আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে শীতের প্রকোপ বেশি হওয়ায় অনেকেই তৈরি করছেন নতুন লেপ-তোষক। এতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। জেলার হাড়িভাসা, জগদল, টুনিরহাট, ভজনপুরসহ বিভিন্ন হাটবাজার ও পঞ্চগড় পৌরশহরের লেপ-তোষক তৈরির দোকানগুলোতে গিয়ে দেখা যায়, মালিক-শ্রমিক সবাই লেপ-তোষক তৈরি, সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। আকার ও তুলা ভেদে বিভিন্ন দামে লেপ-তোষক বিক্রি করা হচ্ছে। শিমুল তুলার দাম বেশি হওয়ায় একেকটি লেপ/তোষক বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। দোকানিরা বলেন, ‘বছরের প্রায় আট মাস তেমন কাজ হয় না। এখন শীতকালে কাজের সুযোগ বেশি, আয়-ইনকামও বেশি। তাই চার মাসের কাজের পারিশ্রমিক দিয়ে বাকি আট মাস চলতে হয়। ’ মৌসুমে একেকজন কারিগর দৈনিক ৬/৭টি লেপ-তোষক তৈরি করতে পারেন। প্রতিটি লেপ আকার ভেদে এক হাজার থেকে দেড় হাজার টাকা, তোষক ১২০০ থেকে ১৪০০ টাকা এবং জাজিম ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খুচরা বিক্রি করা যায়। প্রতিটিতে পারিশ্রমিক আসে ২০০ থেকে ২৫০ টাকা। তবে গত বছরের তুলনায় এ বছর তৈরি লেপ-তোষকের দাম তুলনামূলক বেশি বলে দাবি ক্রেতাদের।
হাবিবা আক্তার হিমু নামের এক ক্রেতা বলেন, ‘এবারে কিছুটা আগে ভাগেই শীত পড়তে শুরু করেছে। তাই লেপ-তোষক তৈরি করতে বাজারে এসেছি। তবে তুলার দাম খানিকটা বেশি চাচ্ছেন দোকানিরা।’
ব্যবসায়ীরা বলছেন, ‘কাপড় ও তুলার দাম বেড়ে যাওয়ায় লেপ-তোষকে গুণতে হচ্ছে বেশি দাম।’ আনারুল ইসলাম নামের এক কারিগর বলেন, ‘বছরের মধ্যে শীতের দুই থেকে তিন মাস আমাদের ব্যবসার মৌসুম। এই সময়ে লেপ তোষক বিক্রিও যেমন বাড়ে তেমনি আমাদের ব্যস্ততাও বাড়ে। শীতের শেষে অলস সময় পার করতে হয় আমাদের।’ তুলা ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, ‘আমাদের এলাকায় শীত শুরু হয়েছে। ভিড় বাড়ছে লেপ-তোষকের দোকানগুলোতে। এ বছর তুলার দাম প্রতি কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে, কাপড়ে বেড়েছে গজে ৫-৬ টাকা।
এখন পর্যন্ত শীতের তীব্রতা খুব বেশি অনুভূত না হলেও ক্রমশ কমছে তাপমাত্রা। গত ১০ দিনের ব্যবধানে পঞ্চগড়ে সর্বনি¤œ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিন দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।