ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ব্যর্থতার দায় দেওয়া উচিত না, বাইডেনের সমালোচনার জবাবে ফেইসবুক

  • আপডেট সময় : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার জবাব দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
শনিবার ফেইসবুকের একটি করপোরেট ব্লগ পোস্টের বরাতে রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে দায়ী করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
ব্লগ পোস্টে ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলেন, “তথ্যউপাত্ত থেকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ফেইসবুক ব্যবহারকারীদের ৮৫ শতাংশই হয় কোভিড-১৯ এর টিকা নিয়েছে অথবা টিকা নিতে আগ্রহী। প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ আমেরিকানকে টিকা দেওয়া। ওই লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণ ফেইসবুক না।”
কোভিড-১৯ মহামারী নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে ফেইসবুক যথেষ্ট তৎপর নয় বলে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক মাধ্যমটির কড়া সমালোচনা করেন।
মহামারী মোকাবেলায় ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে বাইডেন বলেন, “মহামারী কিন্তু কেবল টিকা নেননি এমন লোকদের মধ্যেই ছড়াচ্ছে; আর ওরা এভাবে মানুষ মারছে।”
ক্ষতিকর তথ্য নিয়ন্ত্রণে ফেইসবুক ব্যর্থ হচ্ছে- গবেষক এবং আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ জানিয়ে আসছেন।
এরইমধ্যে কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ফেইসবুক, টুইটার ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে।
ফেইসবুক জানিয়েছে, কোভিড-১৯ ও এর টিকা সম্পর্কিত মিথ্যা তথ্য বা দাবি প্রচারের বিরুদ্ধে তারা নিয়ম জারি করেছে এবং এ বিষয়ে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য দিতেও সচেষ্ট তারা।
সিডিসির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের হার ৭০ শতাংশ এবং মৃত্যু হার ২৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে যেসব রাজ্যে টিকাদানের হার কম সেখানেই মৃত্যু ও শনাক্ত বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যর্থতার দায় দেওয়া উচিত না, বাইডেনের সমালোচনার জবাবে ফেইসবুক

আপডেট সময় : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার জবাব দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
শনিবার ফেইসবুকের একটি করপোরেট ব্লগ পোস্টের বরাতে রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে দায়ী করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।
ব্লগ পোস্টে ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলেন, “তথ্যউপাত্ত থেকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ফেইসবুক ব্যবহারকারীদের ৮৫ শতাংশই হয় কোভিড-১৯ এর টিকা নিয়েছে অথবা টিকা নিতে আগ্রহী। প্রেসিডেন্ট বাইডেনের লক্ষ্য ছিল ৪ জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ আমেরিকানকে টিকা দেওয়া। ওই লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণ ফেইসবুক না।”
কোভিড-১৯ মহামারী নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার ঠেকাতে ফেইসবুক যথেষ্ট তৎপর নয় বলে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক মাধ্যমটির কড়া সমালোচনা করেন।
মহামারী মোকাবেলায় ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে বাইডেন বলেন, “মহামারী কিন্তু কেবল টিকা নেননি এমন লোকদের মধ্যেই ছড়াচ্ছে; আর ওরা এভাবে মানুষ মারছে।”
ক্ষতিকর তথ্য নিয়ন্ত্রণে ফেইসবুক ব্যর্থ হচ্ছে- গবেষক এবং আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ জানিয়ে আসছেন।
এরইমধ্যে কোভিড-১৯ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ফেইসবুক, টুইটার ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিরুদ্ধে।
ফেইসবুক জানিয়েছে, কোভিড-১৯ ও এর টিকা সম্পর্কিত মিথ্যা তথ্য বা দাবি প্রচারের বিরুদ্ধে তারা নিয়ম জারি করেছে এবং এ বিষয়ে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য তথ্য দিতেও সচেষ্ট তারা।
সিডিসির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোতে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্তের হার ৭০ শতাংশ এবং মৃত্যু হার ২৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে যেসব রাজ্যে টিকাদানের হার কম সেখানেই মৃত্যু ও শনাক্ত বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।