ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম- ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। তিনি বলেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে। আরো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।

এদিকে পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, হামলার ঘটনায় খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আগাম শীতের সবজির ভালো দাম পেয়ে খুশি কৃষকরা

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। তিনি বলেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে। আরো তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।

এদিকে পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, হামলার ঘটনায় খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।