ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ব্যবসার পথ আরও সহজ করা উচিত: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় : ০২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : দেশে ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বারের ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়। কিন্তু এক জায়গায় হাত দিতে গেলে ২০ জায়গায় নড়াচড়া হয়। ভয় এতো বেশি মাথায় ওঠে যে, আগায় না।
এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা অভিযোগ করেন, সরকারি সংস্থাগুলো অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করছে। এনবিআরের অথরিটেরিয়ান (কর্তৃত্ববাদী) মনোভাব পরিহার করতে হবে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘অথরিটি’ শব্দটা অনেকেই পছন্দ করে। তবে প্রধানমন্ত্রী পছন্দ করেন না।
তিনি আরও বলেন, অথরিটিকে কুর্নিশ করতে কে আসে? এগুলো তো মানুষকে সেবা দেওয়ার জন্য সংস্থা। এসব নিয়ে সরকারি ও ব্যবসায়ীদের মধ্যে আরও আলোচনা বাড়াতে হবে।
এম এ মান্নান বলেন, আমি একজন সচেতন দর্শক। ব্যবসায়ীরা যেসব দাবি করছেন, ১০ বছর ধরে দেখে আসছি। আমার মনে হয় না, আমার এ জীবনে এগুলো পুরোপুরি সমাধান হবে। তবে এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ব্যবসার পথ আরও সহজ করা উচিত: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০২:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : দেশে ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বারের ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়। কিন্তু এক জায়গায় হাত দিতে গেলে ২০ জায়গায় নড়াচড়া হয়। ভয় এতো বেশি মাথায় ওঠে যে, আগায় না।
এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা অভিযোগ করেন, সরকারি সংস্থাগুলো অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করছে। এনবিআরের অথরিটেরিয়ান (কর্তৃত্ববাদী) মনোভাব পরিহার করতে হবে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘অথরিটি’ শব্দটা অনেকেই পছন্দ করে। তবে প্রধানমন্ত্রী পছন্দ করেন না।
তিনি আরও বলেন, অথরিটিকে কুর্নিশ করতে কে আসে? এগুলো তো মানুষকে সেবা দেওয়ার জন্য সংস্থা। এসব নিয়ে সরকারি ও ব্যবসায়ীদের মধ্যে আরও আলোচনা বাড়াতে হবে।
এম এ মান্নান বলেন, আমি একজন সচেতন দর্শক। ব্যবসায়ীরা যেসব দাবি করছেন, ১০ বছর ধরে দেখে আসছি। আমার মনে হয় না, আমার এ জীবনে এগুলো পুরোপুরি সমাধান হবে। তবে এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।