লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। গতকাল শনিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের মুদি-কাঁচা, মুরগি-মাংসের দোকানে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, বনিক সমিতি, ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দোকানীকে ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা এবং কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযানের সময় পণ্যের দাম বেশি রাখায় উত্তম কুমার নাথ স্টোরকে পাঁচ হাজার, রাজ্জাক স্টোরকে তিন হাজার, আবদুর রহমানকে ২০০ টাকা, আল আমিন ভাণ্ডারকে এক হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় সৌদিয়া মাংসের দোকানের মালিক সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৎ

























