ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে নিজের বাইকের রঙে

  • আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: বাজারে বিভিন্ন রঙের বাইক পাওয়া যায়। এর মধ্যে কোন রঙের বাইক ভালো, কোন রঙটা মানানসইÑ এসব প্রশ্ন সব ক্রেতার মনেই আসে। পছন্দের রঙের মতো বাইকের রঙও একজন মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। তবে কোন রঙের বাইক কী ধরনের ব্যক্তিত্ব প্রকাশ করে তা হলোÑ
কালো: কালো আদতে কোনো রঙ নয়; বরং রঙের অনুপস্থিতি বোঝায়। তবে এটাই জনপ্রিয় রঙগুলোর মধ্যে একটি। বছরের পর বছর ধরে হিরো, সুজুকি বিভিন্ন রঙের বাইক আনলেও কালো রঙের মোটরবাইক সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই রঙ বিলাসিতা এবং পরিশীলনের প্রতীক। কালো রঙ নিজস্ব স্টাইলকে প্রকাশ করে।
লাল: লাল আবেগের রঙ। এটি তারুণ্যের প্রতীক ও প্যাশনকে বোঝায়। লাল বাইকের কথা বললে ইতালির জনপ্রিয় বাইক নির্মাতা ডুকাটির কথা আসবেই। রাজপথে যখন ঝড়ের বেগে লাল ডুকাটি ছুটে যায়, সে এক অন্যরকম দৃশ্য। সুজুকির মতে, লাল রঙের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে গতি জুড়ে রয়েছে। এটা তারুণ্যের সঙ্গে গতিকেও বোঝায়।
সবুজ: সবুজ রঙ প্রশান্তি, প্রকৃতি এবং সৌভাগ্যের প্রতীক। সবুজ রঙের বাইকেও সেই শান্তি ও সৌহার্দ্য প্রতিফলিত হয়। আসলে সবুজ রঙের শান্ত প্রভাব রয়েছে। চোখ জুড়িয়ে যায়। কাওয়াসাকি প্রথম ১৯৬৮ সালে সবুজ রঙের বাইক বাজারে এনেছিল।
নীল: নীল পুরুষদের সবচেয়ে প্রিয় রঙ। নিজেদের মতো কাজ করতে পাছন্দ করেন, অন্যের কথায় খুব একটা কান দেন না, এমন মানুষের নীল রঙ ভীষণ প্রিয়। নীল রঙের আরেকটা দিক হলো- এটা বিশ্বস্ততা এবং আন্তরিকতার প্রতীক। শুধু তাই নয়, নীলের মধ্যে নির্মল এবং প্রশান্তিও রয়েছে। যেমন নীল সাগর দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে অদ্ভুত শান্তি আসে, ঠিক সেরকম। এই দুটো বৈশিষ্ট্যই স্পোর্টস বাইকে ধরেছে সুজুকি জিএসএক্সআর।
সাদা: কালোর ঠিক উল্টো সাদা। সমস্ত রঙের সমষ্টিকে বোঝায়। আলো শোষণ করে। সাদা রঙের সঙ্গে বিশুদ্ধতার যোগ রয়েছে। প্রাচীনকালে রাজা-রাজড়াদের ঘোড়া হতো সাদা। সাদা রঙের বাইক বেছে নেয়ার অর্থ তিনি সুন্দর মনের মানুষ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে নিজের বাইকের রঙে

আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: বাজারে বিভিন্ন রঙের বাইক পাওয়া যায়। এর মধ্যে কোন রঙের বাইক ভালো, কোন রঙটা মানানসইÑ এসব প্রশ্ন সব ক্রেতার মনেই আসে। পছন্দের রঙের মতো বাইকের রঙও একজন মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। তবে কোন রঙের বাইক কী ধরনের ব্যক্তিত্ব প্রকাশ করে তা হলোÑ
কালো: কালো আদতে কোনো রঙ নয়; বরং রঙের অনুপস্থিতি বোঝায়। তবে এটাই জনপ্রিয় রঙগুলোর মধ্যে একটি। বছরের পর বছর ধরে হিরো, সুজুকি বিভিন্ন রঙের বাইক আনলেও কালো রঙের মোটরবাইক সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই রঙ বিলাসিতা এবং পরিশীলনের প্রতীক। কালো রঙ নিজস্ব স্টাইলকে প্রকাশ করে।
লাল: লাল আবেগের রঙ। এটি তারুণ্যের প্রতীক ও প্যাশনকে বোঝায়। লাল বাইকের কথা বললে ইতালির জনপ্রিয় বাইক নির্মাতা ডুকাটির কথা আসবেই। রাজপথে যখন ঝড়ের বেগে লাল ডুকাটি ছুটে যায়, সে এক অন্যরকম দৃশ্য। সুজুকির মতে, লাল রঙের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে গতি জুড়ে রয়েছে। এটা তারুণ্যের সঙ্গে গতিকেও বোঝায়।
সবুজ: সবুজ রঙ প্রশান্তি, প্রকৃতি এবং সৌভাগ্যের প্রতীক। সবুজ রঙের বাইকেও সেই শান্তি ও সৌহার্দ্য প্রতিফলিত হয়। আসলে সবুজ রঙের শান্ত প্রভাব রয়েছে। চোখ জুড়িয়ে যায়। কাওয়াসাকি প্রথম ১৯৬৮ সালে সবুজ রঙের বাইক বাজারে এনেছিল।
নীল: নীল পুরুষদের সবচেয়ে প্রিয় রঙ। নিজেদের মতো কাজ করতে পাছন্দ করেন, অন্যের কথায় খুব একটা কান দেন না, এমন মানুষের নীল রঙ ভীষণ প্রিয়। নীল রঙের আরেকটা দিক হলো- এটা বিশ্বস্ততা এবং আন্তরিকতার প্রতীক। শুধু তাই নয়, নীলের মধ্যে নির্মল এবং প্রশান্তিও রয়েছে। যেমন নীল সাগর দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে অদ্ভুত শান্তি আসে, ঠিক সেরকম। এই দুটো বৈশিষ্ট্যই স্পোর্টস বাইকে ধরেছে সুজুকি জিএসএক্সআর।
সাদা: কালোর ঠিক উল্টো সাদা। সমস্ত রঙের সমষ্টিকে বোঝায়। আলো শোষণ করে। সাদা রঙের সঙ্গে বিশুদ্ধতার যোগ রয়েছে। প্রাচীনকালে রাজা-রাজড়াদের ঘোড়া হতো সাদা। সাদা রঙের বাইক বেছে নেয়ার অর্থ তিনি সুন্দর মনের মানুষ।