ক্রীড়া ডেস্ক : দুর্দান্ত সব ডেলিভারিতে ক্যারিয়ার সেরা বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ। ইংলিশ ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দিয়ে দলকে জেতানোর পর র্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিলেন তিনি। দুই বছরেরও বেশি সময় পর ফিরে পেলেন হারানো সিংহাসন। ট্রেন্ট বোল্টকে সরিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ভারতীয় এই পেসার।
ওভালে গত মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বুমরাহ। স্রেফ ১৯ রান দিয়ে নেন ৬ উইকেট। গতকাল বুধবার আইসিসির ঘোষিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে উঠে বসেন চূড়ায়।
২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বুমরাহ। এক নম্বরে মোট ৭৩০ দিন ছিলেন তিনি, ভারতের যেকোনো বোলারের চেয়ে বেশি। সব মিলিয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকায় বুমরাহ নবম। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা ভারতের দ্বিতীয় পেসার বুমরাহ। এর আগে একমাত্র কপিল দেব গড়তে পেরেছিলেন এই কীর্তি। স্পিনারদের মধ্যে মনিন্দর সিং, অনিল কুম্বলে ও রবীন্দ্র জাদেজা এক নম্বরে উঠেছিলেন। ওই ম্যাচে ৩ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন মোহাম্মদ শামি। সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে আছেন তিনি। ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৬ রানের ইনিংসে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। র্যাঙ্কিংয়ে এখনও চারেই আছেন ভারত অধিনায়ক। তার সতীর্থ ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি আছেন তিনে। শীর্ষ দুইয়ে আগের মতোই পাকিস্তানের বাবর আজম ও ইমাম-উল-হক। এক ধাপ এগিয়ে যৌথভাবে শেই হোপের সঙ্গে ১২তম স্থানে আছেন শিখর ধাওয়ান। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর উন্নতি করেছেন ১০ ধাপ। ওই ম্যাচেই বিধ্বংসী শতকে কিউইদের নাটকীয় এক জয় এনে দেওয়া মাইকেল ব্রেসওয়েল এখনও ঢুকতে পারেননি সেরা একশতে।
টি-টোয়েন্টি: ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়ান সূর্যকুমার যাদব। তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ভারতীয় ব্যাটসম্যান এই সংস্করণের ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন। ৪৪ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে। টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে পাকিস্তানের বাবর আজম। বোলারদের তালিকায় যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। ক্যারিয়ার সেরা ৭ নম্বর স্থানে উঠে এসেছেন ভারতের ভুবনেশ্বর।
টেস্ট: অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানো টেস্টে ৮৬ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন দিমুথ করুনারতেœ। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে শ্রীলঙ্কান অধিনায়ক। ১৭ থেকে ১৪ নম্বরে উঠে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করা দিনেশ চান্দিমাল এগিয়েছেন ১৯ ধাপ, আছেন ২৯তম স্থানে। ৭ ধাপ এগিয়ে কুসল মেন্ডিসের অবস্থান ৪৯তম। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের জো রুট। ম্যাচে ৪ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন মিচেল স্টার্ক। অভিষেকে রেকর্ড ১২ উইকেট নেওয়া লঙ্কান বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া আছেন ৫৫তম স্থানে। টেস্ট বোলারদের শীর্ষস্থানে আসেনি পরিবর্তন, প্যাট কামিন্স সবার ওপরে। অলরাউন্ডারদের চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা।