ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

বোলিংয়ে ৮৭ ধাপ এগোলেন নাসুম, ব্যাটিংয়ে সাইফের ১৭ ধাপ উন্নতি

  • আপডেট সময় : ০৪:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: শারজাহতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন টাইগার খেলোয়াড়। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সিরিজসেরার পুরস্কারজয়ী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।

বুধবার (৮ অক্টোবর) যথারীতি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৮৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা একশতে ঢুকেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪৪ নম্বরে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ হাসান। ছন্দে থাকা ডানহাতি টপ অর্ডার ব্যাটার এগিয়েছেন ১৭ ধাপ। ফলে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৪, এটিও ক্যারিয়ারসেরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে।

বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ছয় ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাস পিছিয়েছেন দুই ধাপ। তিনি অবস্থান করছেন ৪৩ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশে বাংলাদেশের আর আছেন তাওহিদ হৃদয়। দুই ধাপ পিছিয়ে তিনি রয়েছেন যৌথভাবে ৪৬ নম্বরে। তিনিও সবশেষ সিরিজে খেলেননি।

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের উন্নতি হয়েছে ১৮ ধাপ। তিনি উঠে এসেছেন ৫৩তম স্থানে। তবে আফগানদের বিপক্ষে অধিনায়কত্ব করা উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬২ নম্বরে।

ওআ/আপ্র/০৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু

বোলিংয়ে ৮৭ ধাপ এগোলেন নাসুম, ব্যাটিংয়ে সাইফের ১৭ ধাপ উন্নতি

আপডেট সময় : ০৪:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক: শারজাহতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওই সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন টাইগার খেলোয়াড়। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সিরিজসেরার পুরস্কারজয়ী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।

বুধবার (৮ অক্টোবর) যথারীতি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৮৭ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা একশতে ঢুকেছেন নাসুম। ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪৪ নম্বরে। আফগানদের বিপক্ষে তিন ম্যাচে তার শিকার ছিল ৫ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন সাইফ হাসান। ছন্দে থাকা ডানহাতি টপ অর্ডার ব্যাটার এগিয়েছেন ১৭ ধাপ। ফলে ক্যারিয়ারসেরা ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬২৪, এটিও ক্যারিয়ারসেরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে।

বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ছয় ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাস পিছিয়েছেন দুই ধাপ। তিনি অবস্থান করছেন ৪৩ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশে বাংলাদেশের আর আছেন তাওহিদ হৃদয়। দুই ধাপ পিছিয়ে তিনি রয়েছেন যৌথভাবে ৪৬ নম্বরে। তিনিও সবশেষ সিরিজে খেলেননি।

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের উন্নতি হয়েছে ১৮ ধাপ। তিনি উঠে এসেছেন ৫৩তম স্থানে। তবে আফগানদের বিপক্ষে অধিনায়কত্ব করা উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬২ নম্বরে।

ওআ/আপ্র/০৮/১০/২০২৫