ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বোর্ডের প্রতি চটেছেন বার্সা কোচ

  • আপডেট সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির বিপক্ষে হারের পর স্প্যানিশ লা-লিগার শিরোপাও হাতছাড়া করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এরপর থেকেই কোচ পরিবর্তনের খবর শোনা যায়। বার্সেলোনা সভাপতি লাপোর্তার কাছ থেকে শোনা যাচ্ছে একই সুর। আর তাতেই চটেছেন ক্লাবটির ডেনিশ কোচ রোনাল্ড কোমান। কোমানের হাত ধরে চলতি মৌসুমে কোপা দেল রে’র শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তাদের লা লিগা শিরোপার আশাও শেষ হয়ে গেছে এক রাউন্ড বাকি থাকতেই। এমতাবস্থায় ডাচ কোচও আন্দাজ করতে পারছেন, তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। লা লিগার শেষ রাউন্ডে শনিবার এইবারের মাঠে খেলবে বার্সেলোনা। তার আগের দিন সংবাদ সম্মেলনে রীতিমত ক্ষোভ ঝরে পড়লো কোম্যানের কণ্ঠে। বোর্ড ও গণমাধ্যমকে একহাত নিলেন বার্সা কোচ।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ মাসে (মৌসুমের) কোচ ও ফুটবলারদের প্রতি আরও বেশি সম্মান দেখানো দরকার। কিছু ব্যাপার সংবাদমাধ্যমে এসেছে এবং ওদের (খেলোয়াড়দের) এটা প্রাপ্য না। অনেক কিছুই হয়েছে, যা ভিন্নভাবে করা যেত।’ তিনি আরও বলেন, ‘আমি জানি এখানে প্রচ- চাপ। এবং আমি সেটা মেনেও নিয়েছি। কিন্তু মাঝেমধ্যে আমার মনে হয় এই দেশে (স্পেনে) কোচের ভবিষ্যৎ নির্ধারণে সংবাদমাধ্যম খুব বেশি জড়িত হয়ে পড়ার সংস্কৃতি আছে, যা আমার চোখে খুবই অসম্মানের একটা ব্যাপার।’ ক্লাবে পরিবর্তন আনতে চাইলে দুই পক্ষের মাঝে আলোচনা করেই তা করা উচিত বলে মনে করেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। এ বিষয়ে বলেন, ‘জানি ট্রফি জিততে আমাদের পরিবর্তন দরকার। এর মানে যদি নতুন কোচ বা খেলোয়াড় আনার দরকার হয় তাহলে ঠিক আছে; তবে এর জন্য যোগাযোগ করা দরকার।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বোর্ডের প্রতি চটেছেন বার্সা কোচ

আপডেট সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পিএসজির বিপক্ষে হারের পর স্প্যানিশ লা-লিগার শিরোপাও হাতছাড়া করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এরপর থেকেই কোচ পরিবর্তনের খবর শোনা যায়। বার্সেলোনা সভাপতি লাপোর্তার কাছ থেকে শোনা যাচ্ছে একই সুর। আর তাতেই চটেছেন ক্লাবটির ডেনিশ কোচ রোনাল্ড কোমান। কোমানের হাত ধরে চলতি মৌসুমে কোপা দেল রে’র শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তাদের লা লিগা শিরোপার আশাও শেষ হয়ে গেছে এক রাউন্ড বাকি থাকতেই। এমতাবস্থায় ডাচ কোচও আন্দাজ করতে পারছেন, তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। লা লিগার শেষ রাউন্ডে শনিবার এইবারের মাঠে খেলবে বার্সেলোনা। তার আগের দিন সংবাদ সম্মেলনে রীতিমত ক্ষোভ ঝরে পড়লো কোম্যানের কণ্ঠে। বোর্ড ও গণমাধ্যমকে একহাত নিলেন বার্সা কোচ।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ মাসে (মৌসুমের) কোচ ও ফুটবলারদের প্রতি আরও বেশি সম্মান দেখানো দরকার। কিছু ব্যাপার সংবাদমাধ্যমে এসেছে এবং ওদের (খেলোয়াড়দের) এটা প্রাপ্য না। অনেক কিছুই হয়েছে, যা ভিন্নভাবে করা যেত।’ তিনি আরও বলেন, ‘আমি জানি এখানে প্রচ- চাপ। এবং আমি সেটা মেনেও নিয়েছি। কিন্তু মাঝেমধ্যে আমার মনে হয় এই দেশে (স্পেনে) কোচের ভবিষ্যৎ নির্ধারণে সংবাদমাধ্যম খুব বেশি জড়িত হয়ে পড়ার সংস্কৃতি আছে, যা আমার চোখে খুবই অসম্মানের একটা ব্যাপার।’ ক্লাবে পরিবর্তন আনতে চাইলে দুই পক্ষের মাঝে আলোচনা করেই তা করা উচিত বলে মনে করেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। এ বিষয়ে বলেন, ‘জানি ট্রফি জিততে আমাদের পরিবর্তন দরকার। এর মানে যদি নতুন কোচ বা খেলোয়াড় আনার দরকার হয় তাহলে ঠিক আছে; তবে এর জন্য যোগাযোগ করা দরকার।’