ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদ ইকবালের যাবজ্জীবন

  • আপডেট সময় : ১২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলায় পুলিশ সদস্যসহ দুই জন নিহতের ঘটনায় একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের কৌঁসুলি মনোরঞ্জন দাশ।
অ্যাডভোকেট মনোরঞ্জন দাশ বলেন, আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলায় আজ দুই আসামির মধ্যে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য জাহিদুল ইসলাম প্রকাশ অপরফে বোমা মিজানকে মৃত্যুদ-, অপর আসামি জেএমবি নেতা জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। দ-প্রাপ্ত দুই আসামির মধ্যে বোমা মিজান পলাতক রয়েছেন। অপর আসামি জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাঁচ আসামির মধ্যে অন্য একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি নামের তিন আসামির ফাঁসির আদেশ হয়েছিল। ফলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার অপর দুই আসামির একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এর আগে, গত ২১ সেপ্টেম্বর আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৩৯টি সংসদীয় আসনে পরিবর্তন আসছে, বাগেরহাট একটি কমবে, গাজীপুরে একটি বাড়বে

বোমা মিজানের মৃত্যুদণ্ড, জাবেদ ইকবালের যাবজ্জীবন

আপডেট সময় : ১২:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলায় পুলিশ সদস্যসহ দুই জন নিহতের ঘটনায় একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের কৌঁসুলি মনোরঞ্জন দাশ।
অ্যাডভোকেট মনোরঞ্জন দাশ বলেন, আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলায় আজ দুই আসামির মধ্যে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য জাহিদুল ইসলাম প্রকাশ অপরফে বোমা মিজানকে মৃত্যুদ-, অপর আসামি জেএমবি নেতা জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। দ-প্রাপ্ত দুই আসামির মধ্যে বোমা মিজান পলাতক রয়েছেন। অপর আসামি জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ নভেম্বর পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালায় জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী ফুটবলার শাহাবুদ্দীন আহমদ নিহত হন। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১৮ মে জাবেদ ইকবালসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে আদালত চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাঁচ আসামির মধ্যে অন্য একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ড ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানি নামের তিন আসামির ফাঁসির আদেশ হয়েছিল। ফলে এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার অপর দুই আসামির একজনের মৃত্যুদ-, অপরজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এর আগে, গত ২১ সেপ্টেম্বর আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি হয়।