ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

বোমা বিস্ফোরণে শিশুসহ আহত তিন, বাড়িতে আগুন

  • আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া হাতবোমার আঘাতে শিশুসহ তিনজন আহতের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে। এসময় একটি বাড়ীতে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়ে ফেলে বিক্ষুদ্ধরা। আহতরা হলো একই এলাকার আয়নাল মাতুব্বর (৬৫), চুন্নু মাতুব্বর (২২) ও সামিয়া আক্তার (৭)। ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঙ্গে আয়নাল মাতুব্বরের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে রাতে আয়নাল ও তার পরিবারের ওপর এজাজুর রহমান আকনের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে একটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে শিশুসহ আহত হয় অন্তত তিনজন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশণ করেছে পুলিশ। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান। এদিকে মুঠোফোনে এ ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত এজাজুর রহমান আকন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গত ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সাহেব আলী মাতুব্বরকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন ও নিহত সাহেব আলী মাতুব্বরের (৬০) বড়ভাই আয়নাল মাতুব্বরের পরিবারের মাঝে শুরু হয় বিরোধ। এলাকায় পুলিশ মোতায়েন আছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বোমা বিস্ফোরণে শিশুসহ আহত তিন, বাড়িতে আগুন

আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া হাতবোমার আঘাতে শিশুসহ তিনজন আহতের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে। এসময় একটি বাড়ীতে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়ে ফেলে বিক্ষুদ্ধরা। আহতরা হলো একই এলাকার আয়নাল মাতুব্বর (৬৫), চুন্নু মাতুব্বর (২২) ও সামিয়া আক্তার (৭)। ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঙ্গে আয়নাল মাতুব্বরের বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জেরে রাতে আয়নাল ও তার পরিবারের ওপর এজাজুর রহমান আকনের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে একটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে শিশুসহ আহত হয় অন্তত তিনজন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশণ করেছে পুলিশ। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান। এদিকে মুঠোফোনে এ ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত এজাজুর রহমান আকন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গত ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সাহেব আলী মাতুব্বরকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাজুর রহমান আকন ও নিহত সাহেব আলী মাতুব্বরের (৬০) বড়ভাই আয়নাল মাতুব্বরের পরিবারের মাঝে শুরু হয় বিরোধ। এলাকায় পুলিশ মোতায়েন আছে।