ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বোমা বিস্ফোরণ
কড়া নিরাপত্তা ইসলামাবাদে

  • আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী ও প্রধান শহর পেশোয়ারে বোমা বিস্ফোরণের পর দেশটির কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গতকাল সোমবার এক টুইটবার্তায় ইসলামাবাদ পুলিশ এটি নিশ্চিত করেছে। টুইটবার্তায় বলা হয়েছে, ‘ইসলামাবাদ পুলিশের উপ মহাপরিদর্শক আকবর নাসের খানের পক্ষ থেকে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সব সড়কে নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। রাজধানী থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ ইসলামাবাদ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ইতোমধ্যে স্নাইপার শ্যুটারও মোতায়েন করা হয়েছে। পেশোয়ারের ওই মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৮ জন, আহত হয়েছেন ১৫০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন জোহরের নামাজ চলছিল সেখানে। ৪০০ থেকে ৫০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ওই মসজিদে জোহরের নামাজের সময় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলমান আছে। অনেকেই মসজিদের ধ্বংস্তুপের নিচে আটকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বোমা বিস্ফোরণ
কড়া নিরাপত্তা ইসলামাবাদে

আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী ও প্রধান শহর পেশোয়ারে বোমা বিস্ফোরণের পর দেশটির কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গতকাল সোমবার এক টুইটবার্তায় ইসলামাবাদ পুলিশ এটি নিশ্চিত করেছে। টুইটবার্তায় বলা হয়েছে, ‘ইসলামাবাদ পুলিশের উপ মহাপরিদর্শক আকবর নাসের খানের পক্ষ থেকে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সব সড়কে নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। রাজধানী থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ ইসলামাবাদ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে ইতোমধ্যে স্নাইপার শ্যুটারও মোতায়েন করা হয়েছে। পেশোয়ারের ওই মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৮ জন, আহত হয়েছেন ১৫০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে পেশোয়ারের পুলিশ লাইন এলাকার ওই মসজিদে যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন জোহরের নামাজ চলছিল সেখানে। ৪০০ থেকে ৫০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ওই মসজিদে জোহরের নামাজের সময় ২০০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ বলেছেন, মসজিদের ভেতরে উদ্ধার অভিযান চলমান আছে। অনেকেই মসজিদের ধ্বংস্তুপের নিচে আটকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।