আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে আফ্রিকার দেশ চাদে ভয়াবহ লড়াই হয়েছে সেনাবাহিনীর। এতে অন্তত ২৬ সেনার মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে বলা হয়েছে, নাইজেরিয়া এবং ক্যামেরুনের সীমান্তে লেক চাদ অঞ্চলে এই লড়াই হয়।
নাইজেরিয়া, ক্যামেরুন এবং চাদের সীমান্ত লেক চাদ অঞ্চলে দীর্ঘ দিন ধরেই ঘাঁটি গেড়েছে বোকো হারাম। সম্প্রতি সেখানে নিজেদের বেস তৈরি করেছে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সও। ২০২০ সাল থেকেই সেখানে একের পর এক সেনা অভিযান চালাচ্ছে চাদের সেনা। বুধবারও তেমনই একটি অপারেশনে গিয়েছিল তারা।
চাদ সেনাবাহিনী জানিয়েছে, বহুদিনের মধ্যে এত তীব্র লড়াই হয়নি। দুইপক্ষই লড়াইয়ের ময়দান ছাড়েনি। ঘটনাস্থলেই বহু চাদ সেনার মৃত্যু হয়। মৃত্যু হয়েছে সন্ত্রাসীদেরও।
সেনাসূত্র জানিয়েছে, লড়াই গড়িয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। যুদ্ধক্ষেত্রেই ২৬ জন সেনার মৃত্যু হয়। ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। তাদের মধ্যে আট জনের অবস্থা গুরুতর। অন্যদিকে, সেনার দাবি সন্ত্রাসীদেরও বহু প্রাণহানি হয়েছে। তবে কতজন মারা গেছে, তার কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
সেনার দাবি, ওই অঞ্চলে ২০০৯ সাল থেকে বোকো হারাম ঘাঁটি তৈরি করেছে। যতদিন গেছে, তাদের শক্তি বৃদ্ধি হয়েছে। পরবর্তীকালে তাদের দল ভেঙেছে। বিরোধী গোষ্ঠী হিসেবে ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকান প্রভিন্স গড়ে উঠেছে। এই দুই গোষ্ঠী নিজেদের মধ্যেও লড়াই করেছে। তবে বুধবারের ঘটনায় দুই গোষ্ঠী একত্রে সেনার বিরুদ্ধে লড়াই করেছে বলে মনে করা হচ্ছে।
বোকো হারামের সঙ্গে লড়াইয়ে চাদের ২৬ সেনার মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ