ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কেসি কলেজ অডিটোরিয়ামে গত মঙ্গলবার সকালে সভাটি অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা তথ্য অফিসার এসকে ইমাম মেহেদী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এতে বিশেষ অতিথি ছিলেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন ও কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইউনুছ আলী।
প্রধান অতিথি এবিএম খালিদ হোসেন বলেন, কল্যাণধর্মী রাষ্ট্র হতে হলে বাংলাদেশকে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া এই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো সুশাসন তথা আইনের শাসনের মূল উপাদান।
বিশেষ অতিথি প্রফেসর অশোক কুমার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম লক্ষ্যই হচ্ছে দল মত-ধর্ম নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা। তরুণ ও প্রবীণদের হাত ধরেই সুন্দর আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা করা যায়।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ, তারুণ্যবান্ধব পরিবেশ, যথেষ্ট কর্মসংস্থান ও শিক্ষার মানের উন্নয়নে দেশকে উন্নতির পথে এগিয়ে নেয়ার সব বিষয়ই পূরণ করছে সরকার।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তারের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে আলোচনা সভাটি।