মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে জেলা কমিটির এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ বৈষম্যবিরোধী নেতাদের।
জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার গোভিপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ইশতিয়াক আহমেদকে একদল সন্ত্রাসী পথরোধ করে। এ সময় নিজেদের আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দিয়ে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপ করায় তাকে মারধর করে।
এ ঘটনায় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে একটি লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ‘গতকাল (সোমবার) সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে দুটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ ঘটনার পর আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে আসছে।’
এছাড়া বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্যসচিব মোজাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম ও নাগরিক কমিটির সদস্য মুইজ খন্দকার।