ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন

  • আপডেট সময় : ০৮:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্যে যাচাই-বাছাই করে অতিদ্রুত ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। সরকারি হাসপাতালে আইডি কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, সরকারি হাসপাতালে যেসব চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না বা যাবে না, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তিভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে সেবা দেওয়া হবে। সেগুলোর খরচ পরে সরকার পরিশোধ করবে। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে সব ধরণের চিকিৎসার ব্যবস্থা আছে। বিএসএমএমইউ হাসপাতালের (পিজি হাসপাতাল) কেবিন ব্লক এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের আউটডোর মিলে এ ধরনের চিকিৎসা সেবা দেওয়ার একটি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালটি ওয়ান পয়েন্ট সার্ভিস হিসেবে কাজ করবে, যেখানে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভাগসমূহ আছে। প্রয়োজনে দেশের সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এমনকি বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সহায়তা বা পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন

আপডেট সময় : ০৮:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্যে যাচাই-বাছাই করে অতিদ্রুত ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। সরকারি হাসপাতালে আইডি কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, সরকারি হাসপাতালে যেসব চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না বা যাবে না, সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট চুক্তিভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে সেবা দেওয়া হবে। সেগুলোর খরচ পরে সরকার পরিশোধ করবে। তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে সব ধরণের চিকিৎসার ব্যবস্থা আছে। বিএসএমএমইউ হাসপাতালের (পিজি হাসপাতাল) কেবিন ব্লক এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের আউটডোর মিলে এ ধরনের চিকিৎসা সেবা দেওয়ার একটি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালটি ওয়ান পয়েন্ট সার্ভিস হিসেবে কাজ করবে, যেখানে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভাগসমূহ আছে। প্রয়োজনে দেশের সরকারি-বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এমনকি বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞদের সহায়তা বা পরামর্শ নেওয়ার ব্যবস্থা করা হবে।