ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় ঘরের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে হোসাইন নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা দেলোয়ার জানান, আমার ছেলে ঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় গলায় তার পেঁচিয়ে যায়। এ সময় তার সরাতে হাত দিলে তার হাতসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। এতে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

তিনি আরো বলেন, আমি তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ভাঙারির ব্যবসা করি। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশেই আমাদের টিনশেড বাসা। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিঘাটা বাজার এলাকায়। আমার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে হোসাইন তৃতীয়। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় ঘরের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে হোসাইন নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা দেলোয়ার জানান, আমার ছেলে ঘরের ভেতর দিয়ে যাওয়ার সময় গলায় তার পেঁচিয়ে যায়। এ সময় তার সরাতে হাত দিলে তার হাতসহ শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। এতে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

তিনি আরো বলেন, আমি তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ভাঙারির ব্যবসা করি। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশেই আমাদের টিনশেড বাসা। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাচিঘাটা বাজার এলাকায়। আমার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে হোসাইন তৃতীয়। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।