ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, আটক ৫

  • আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকার নর্দ্দা বাজারে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে, বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ওই নারী ভবঘুরে। তিনি ময়লা সংগ্রহ করতেন। ভোর বেলায় নর্দ্দা এলাকার একটি মাদ্রাসার খোলা রুমে প্রবেশ করলে কিছু মাদ্রাসার ছাত্র তাকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে নির্যাতন করেন।

ওসি জানান, ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খোঁজখবর শুরু করে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরো বলেন, কেউ অভিযোগ না দিলেও পুলিশ স্বপ্রণোদিতভাবে তাদের খুঁজে বের করে আটক করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/০৪/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন, আটক ৫

আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকার নর্দ্দা বাজারে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

আটককৃতরা হলো একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে, বৈদ্যুতিক পোলের সঙ্গে বেঁধে নারীকে পানি ঢেলে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের আটক করে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ওই নারী ভবঘুরে। তিনি ময়লা সংগ্রহ করতেন। ভোর বেলায় নর্দ্দা এলাকার একটি মাদ্রাসার খোলা রুমে প্রবেশ করলে কিছু মাদ্রাসার ছাত্র তাকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে নির্যাতন করেন।

ওসি জানান, ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খোঁজখবর শুরু করে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরো বলেন, কেউ অভিযোগ না দিলেও পুলিশ স্বপ্রণোদিতভাবে তাদের খুঁজে বের করে আটক করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/০৪/০১/২০২৬