ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা করতো চক্রটি

বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা করতো চক্রটি

  • আপডেট সময় : ০১:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক মুদ্রা ডলার ও রিয়াল বিক্রির কথা বলে সাধারণ মানুষকে টার্গেট করতো একটি চক্র। পরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতো মোটা অঙ্কের টাকা। গতকাল শনিবার (৩০ মার্চ) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর পূর্ব রামপুরা ও মৌলভিরটেক এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর রামপুরা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. মহসিন (৩৫), মো সুলতান (৫৭), মো. আনোয়ার (৫৭) মো. শওকত আলি (৬০) ও মো. কালাম (৬১)। হায়াতুল ইসলাম খান বলেন, ‘ডলার, রিয়াল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দেখিয়ে এবং বিক্রির কথা বলে প্রতারণা করে আসছিল চক্রটি। ঈদকে সামনে রেখে বেশ তৎপর হয়ে ওঠে চক্রের সদস্যরা।’
ডিসি বলেন, ‘তারা সাধারণ মানুষকে টার্গেট করতো। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতো। দীর্ঘদিন ধরে চক্রটি ঢাকা ও এর ঢাকার আশেপাশের এলাকায় অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’ গ্রেফতার ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা করতো চক্রটি

বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে প্রতারণা করতো চক্রটি

আপডেট সময় : ০১:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক মুদ্রা ডলার ও রিয়াল বিক্রির কথা বলে সাধারণ মানুষকে টার্গেট করতো একটি চক্র। পরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতো মোটা অঙ্কের টাকা। গতকাল শনিবার (৩০ মার্চ) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান।
এর আগে, শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর পূর্ব রামপুরা ও মৌলভিরটেক এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর রামপুরা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. মহসিন (৩৫), মো সুলতান (৫৭), মো. আনোয়ার (৫৭) মো. শওকত আলি (৬০) ও মো. কালাম (৬১)। হায়াতুল ইসলাম খান বলেন, ‘ডলার, রিয়াল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দেখিয়ে এবং বিক্রির কথা বলে প্রতারণা করে আসছিল চক্রটি। ঈদকে সামনে রেখে বেশ তৎপর হয়ে ওঠে চক্রের সদস্যরা।’
ডিসি বলেন, ‘তারা সাধারণ মানুষকে টার্গেট করতো। প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতো। দীর্ঘদিন ধরে চক্রটি ঢাকা ও এর ঢাকার আশেপাশের এলাকায় অবস্থান করে এ ধরনের প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’ গ্রেফতার ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় চার থেকে পাঁচটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।