ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

বেহাত হয়েছিল নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট

  • আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : স্বল্প সময়ে জন্য “বেহাত” হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বেহাত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
মোদীর টুইটার অ্যাকাউন্ট কোনো সাইবার অপরাধী অসৎ উদ্দেশ্য নিয়ে দখল করেছিল কি না, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট তাদের নিয়ন্ত্রণে নেই বুঝতে পারার সঙ্গে বিষয়টি টুইটার কর্তৃপক্ষকে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল রোববার স্বীকৃত টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বেহাত হওয়ার বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যে স্বল্প সময় নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টের উপর ভারত সরকারের নিয়ন্ত্রণ ছিল না, ওই সময়ে পোস্ট করা টুইট উপেক্ষা করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। টুইটারে সাত কোটি ৩০ লাখ ফলোয়ার রয়েছে মোদির। অ্যাকাউন্টটি ঠিক কতো সময় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল, সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়। তবে, টুইটার রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট বেহাত হওয়ার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টরে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে প্ল্যাটফর্মটি। তাৎক্ষণিক অনুসন্ধানে ভারত সরকারের অন্য কোনো অ্যাকাউন্ট বেহাত হওয়ার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রায় একই রকমের ঘটনা ঘটেছিল নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট নিয়ে। সেবার টুইট করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি ত্রাণ তহবিলে অনুদান দিতে টুইটার অনুসারীদের আহ্বান জানােনো হয়েছিল ওই অ্যাকাউন্ট থেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

বেহাত হয়েছিল নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট

আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : স্বল্প সময়ে জন্য “বেহাত” হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বেহাত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
মোদীর টুইটার অ্যাকাউন্ট কোনো সাইবার অপরাধী অসৎ উদ্দেশ্য নিয়ে দখল করেছিল কি না, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট তাদের নিয়ন্ত্রণে নেই বুঝতে পারার সঙ্গে বিষয়টি টুইটার কর্তৃপক্ষকে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল রোববার স্বীকৃত টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বেহাত হওয়ার বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। যে স্বল্প সময় নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টের উপর ভারত সরকারের নিয়ন্ত্রণ ছিল না, ওই সময়ে পোস্ট করা টুইট উপেক্ষা করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। টুইটারে সাত কোটি ৩০ লাখ ফলোয়ার রয়েছে মোদির। অ্যাকাউন্টটি ঠিক কতো সময় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল, সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়। তবে, টুইটার রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট বেহাত হওয়ার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টরে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে প্ল্যাটফর্মটি। তাৎক্ষণিক অনুসন্ধানে ভারত সরকারের অন্য কোনো অ্যাকাউন্ট বেহাত হওয়ার ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রায় একই রকমের ঘটনা ঘটেছিল নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট নিয়ে। সেবার টুইট করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একটি ত্রাণ তহবিলে অনুদান দিতে টুইটার অনুসারীদের আহ্বান জানােনো হয়েছিল ওই অ্যাকাউন্ট থেকে।