ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জেতায় বিকাশকে ‘নগদ’ প্রধানের অভিনন্দন

  • আপডেট সময় : ১২:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে দুই প্রতিদ্বন্দ্বী বিকাশ ও নগদ। তবে এ বছর বিকাশ জিতেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বেস্ট ব্র্যান্ডের পুরস্কার। এই অর্জনের জন্য বিকাশকে অভিনন্দন জানিয়েছেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তানভীর এ মিশুক বিকাশকে এই অভিনন্দন জানান। মিশুক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভোটের মাধ্যমে বেস্ট ব্র্যান্ড অব বাংলাদেশ বিজয়ী হওয়ায় বিকাশকে অভিনন্দন। প্রতিষ্ঠানটির এই অর্জন আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের একটি প্রতিষ্ঠান বেস্ট ব্র্যান্ডের এই পুরস্কার অর্জন প্রমাণ করে যে দেশের মানুষের জন্য এই সেক্টর কী পরিমাণ অবদান রেখে চলেছে। ২০১১ সালে দেশের এমএফএস খাতে যাত্রা শুরু করে বিকাশ। গ্রাহকসংখ্যায় তারাই এগিয়ে রয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে নগদ। তবে নগদের এই অর্জন সম্ভব হয়েছে যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই। অন্যদিকে ডাচ বাংলা ব্যাংক ‘রকেট’ নামে এমএফএস সেবা দিয়ে আসছে, যারা গ্রাহকসংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে। মিশুক তার ফেসবুক পোস্টে নগদের ২০২২ সালের পরিকল্পনা নিয়ে বলেন, আমি জানি এবং বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতিতে এমএফএস খাতের যতটুক দেওয়ার কথা, তার পুরোটা এখনো দিতে পারেনি। আমার মতে ২০২১ শুরু ছিল না, এটি প্রস্তুতি ছিল মাত্র। ২০২২ সালের জন্য প্রস্তুত থাকুন, এ বছর বাংলাদেশ ও বাংলাদেশি ব্র্যান্ডের জন্য আরও একটি রোমাঞ্চকর বছর হবে। বর্তমানে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি। আর ‘নগদ’ সামান্য কিছু কম গ্রাহক নিয়ে বিকাশের প্রায় কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসে ৭০ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এই সেক্টরের প্রবৃদ্ধির হার বছরে ৪০ শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জেতায় বিকাশকে ‘নগদ’ প্রধানের অভিনন্দন

আপডেট সময় : ১২:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে দুই প্রতিদ্বন্দ্বী বিকাশ ও নগদ। তবে এ বছর বিকাশ জিতেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বেস্ট ব্র্যান্ডের পুরস্কার। এই অর্জনের জন্য বিকাশকে অভিনন্দন জানিয়েছেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তানভীর এ মিশুক বিকাশকে এই অভিনন্দন জানান। মিশুক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ভোটের মাধ্যমে বেস্ট ব্র্যান্ড অব বাংলাদেশ বিজয়ী হওয়ায় বিকাশকে অভিনন্দন। প্রতিষ্ঠানটির এই অর্জন আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের একটি প্রতিষ্ঠান বেস্ট ব্র্যান্ডের এই পুরস্কার অর্জন প্রমাণ করে যে দেশের মানুষের জন্য এই সেক্টর কী পরিমাণ অবদান রেখে চলেছে। ২০১১ সালে দেশের এমএফএস খাতে যাত্রা শুরু করে বিকাশ। গ্রাহকসংখ্যায় তারাই এগিয়ে রয়েছে। এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে নগদ। তবে নগদের এই অর্জন সম্ভব হয়েছে যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই। অন্যদিকে ডাচ বাংলা ব্যাংক ‘রকেট’ নামে এমএফএস সেবা দিয়ে আসছে, যারা গ্রাহকসংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে। মিশুক তার ফেসবুক পোস্টে নগদের ২০২২ সালের পরিকল্পনা নিয়ে বলেন, আমি জানি এবং বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতিতে এমএফএস খাতের যতটুক দেওয়ার কথা, তার পুরোটা এখনো দিতে পারেনি। আমার মতে ২০২১ শুরু ছিল না, এটি প্রস্তুতি ছিল মাত্র। ২০২২ সালের জন্য প্রস্তুত থাকুন, এ বছর বাংলাদেশ ও বাংলাদেশি ব্র্যান্ডের জন্য আরও একটি রোমাঞ্চকর বছর হবে। বর্তমানে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি। আর ‘নগদ’ সামান্য কিছু কম গ্রাহক নিয়ে বিকাশের প্রায় কাছাকাছি অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসে ৭০ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এই সেক্টরের প্রবৃদ্ধির হার বছরে ৪০ শতাংশ।