আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সোমবার ইউক্রেনের চার শহরে মানবিক করিডর চালু করার ঘোষণা দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই চার শহরের বেসামরিক নাগরিকদের অন্যত্র সরিয়ে নিতে সহায়তার জন্য মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় সকাল ১০টা থেকে তৃতীয়বারের মতো দেওয়া সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল এবং সুমি শহর থাকবে সাময়িক যুদ্ধবিরতির আওতায়। তবে এ ব্যাপারে ইউক্রেনের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মারিওপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর খোলার দুটি প্রচেষ্টা ভেস্তে গেছে। ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা করেও রাশিয়া হামলা বন্ধ না করার জেরে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ভেস্তে গেছে।