বিদেশের খবর ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস থেকে কমপক্ষে ১৫৫ জন জিম্মিকে সফলভাবে মুক্ত করেছে নিরাপত্তা বাহিনী। ২৭ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। শেষ বিদ্রোহীকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নিরাপত্তা বাহিনী। খবর জিও নিউজের। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মঙ্গলবার নয়টি বগিতে ৪০০ যাত্রী বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাওয়ার সময় বিদ্রোহীরা যাত্রীদের জিম্মি করে। অবশিষ্ট জিম্মিদের উদ্ধারের জন্য বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
তারা জানিয়েছেন, বিদ্রোহীরা, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী জ্যাকেট পরা ছিল, যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এ কারণে নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে চলেছে। মুক্ত যাত্রীদের মধ্যে একজন ছিনতাই হওয়া ট্রেন থেকে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং অভিযানে সেনাবাহিনী ও এফসি কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। উদ্ধারকৃত যাত্রীদের মধ্যে একজন বলেছেন, “গোলাগুলি হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে, সেনাবাহিনী ও এফসি কর্মীরা আমাদের নিরাপদে পৌঁছে দিয়েছেন।
” এদিকে, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা থেকে দেশের অন্যান্য অংশে চলাচলকারী বোলান মেইল এবং জাফর এক্সপ্রেস তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের মতে, বোলানে জাফর এক্সপ্রেসে হামলার পর ট্রেন পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটা থেকে চামানগামী যাত্রীবাহী ট্রেনটি এখনো ছেড়ে যায়নি। এর আগে, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন যে বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে উদ্ধার করা ৫৭ জন যাত্রীকে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে এবং ২৩ জন মাচে রয়ে গেছে।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, মঙ্গলবার নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর বিদ্রোহীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। আহত ১৭ জন যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানিয়েছে, আক্রমণের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দুর্গম এলাকা ঘেরাও করে। তারা আরও জানিয়েছে, চ্যালেঞ্জিং পথ থাকা সত্ত্বেও, অভিযান শুরু করার জন্য বাহিনী বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে। সূত্র আরও জানিয়েছে যে হামলাকারীরা আফগানিস্তানের একজন মাস্টারমাইন্ডসহ আন্তর্জাতিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল।
যার ফলে অভিযানে চরম সতর্কতা অবলম্বন করতে হয়। হামলাকারীরা ট্রেনে হামলা চালানোর আগে রেললাইনে বোমা হামলা চালায় এবং লোকোমোটিভে গুলি চালায়। এতে চালক আহত হন। একটি টানেলের ঠিক আগে থামানো ট্রেনটি আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে ছিনতাই করা হয়। এদিকে কিছু জঙ্গি আত্মঘাতী বোমা বেঁধে সাধারণ যাত্রীদের সঙ্গে বসে থাকায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর সূত্র।
তারা বলেছেন, জঙ্গিরা সাধারণ মানুষকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে এবং আত্মঘাতী হামলাকারীরা নারী ও শিশুদের তিনটি আলাদা জায়গায় নিয়ে গেছে। যেহেতু আত্মঘাতী বোমা হামলাকারীরা নারী শিশুদের সঙ্গে আছে। সে কারণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান চালানো হচ্ছে। তবে তা সত্ত্বেও ট্রেন ছিনতাইয়ের সঙ্গে জড়িত সব জঙ্গিকে হত্যা করা হবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এদিকে উদ্ধার অভিযান চালানোয় অন্তত ১০ জিম্মিকে বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা হত্যা করেছে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার রাতে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে বলেন, যদি পাক সেনাবাহিনী অভিযান অব্যাহত রাখে তাহলে আরও ১০ জিম্মিকে হত্যা করা হবে।
সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র আরও জানান, ট্রেনের কাছে অবস্থান নেওয়া তাদের সদস্যদের লক্ষ্য করে ড্রোন ও কামান হামলা চালানো হয়েছে। তিনি হামলা বন্ধ রেখে তাদের সঙ্গে আলোচনা চালানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, যদি জেল থেকে বেলুচ জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় তাহলে তারা ট্রেনের জিম্মি যাত্রীদেরও ছেড়ে দেবেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ প্রস্তাব নিয়ে কোনো সাড়া দেওয়া হয়নি।