আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে আটকে দিয়েছে পোল্যান্ড। দেশটি জানিয়েছে, তারা বেলারুশের সঙ্গে পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে তাদের দেশে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের প্রচেষ্টা প্রতহত করেছে। তবে আরও কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তে অবস্থান করছেন বলে সতর্ক করা হয়েছে।
বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, শত শত অভিবাসনপ্রত্যাশী কাঁটাতারের সীমানার বাইরে অবস্থান করছেন। অনেকেই সীমানা ভেদ করে প্রবেশের চেষ্টা করছিলেন।
এই পরিস্থিতির কারণে গত সোমবার একটি জরুরি বৈঠক ডেকেছে পোল্যান্ড সরকার। ইতোমধ্যেই ওই অঞ্চলে ১২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলারুশের বিরুদ্ধে অভিবাসনপ্রত্যাশীদের সীমান্তের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ এনেছে পোল্যান্ড। এই ঘটনাকে শত্রুতাপূর্ণ কার্যক্রম বলে উল্লেখ করা হয়েছে।
পোল্যান্ড, লিথুনিয়া এবং লাটভিয়া বলছে, গত কয়েক মাসে বহু অভিবাসনপ্রত্যাশী তাদের দেশে প্রবেশের চেষ্টা করেছে। অনেক অভিবাসনপ্রত্যাশী আসছে মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, বেলারুশের স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিশোধ নিতেই অনুপ্রবেশের সুবিধা গ্রহণ করতে চাচ্ছে তারা। সে কারণেই সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর আগমন ঘটছে।
পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বলছে, তারা মঙ্গলবার সকাল থেকে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। খুবই সামান্য খাবার এবং পানি নিয়ে সীমান্তে ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।
বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে আটকে দিলো পোল্যান্ড
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ