নিজস্ব প্রতিবেদক : ভারতের বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচনের কারণে ভারতে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছেন সে দেশের সরকার। নিরাপত্তার স্বার্থে গতকাল রবিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য লোড আনলোডসহ কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলে। স্বাভাবিক আছে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিএন্ডএফ মালিক, কর্মচারি, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকরা সকলে তাদের নিজ নিজ এলাকায় ভোট প্রদান করবেন বলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পেট্রাপোল বন্দর থেকে তাদের কে জানিয়েছেন রবিবার তাদের পৌরসভার নির্বাচন হওয়ার কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো কার্যক্রম হবেনা। আমদানি রপ্তানি বন্ধ থাকায় দু বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝায় ট্রাক।