ক্রীড়া ডেস্ক: শুরুতেই লাল কার্ডে পাউ কুবার্সিকে হারিয়ে ফেলে বার্সেলোনা। তবে দশজন নিয়েও আক্রমণ চালাতে থাকে তারা। বেনফিকাও অবশ্য কম যায়নি। তবে তাদের আক্রমণগুলো বারবার ঠেকিয়ে দেন স্ট্যান্সনি। শেষ পর্যন্ত নিজেরাই করে বসল ভুল। এতে গোল হজম করে হারতে হলো তাদের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রাতে বেনফিকাকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তাদের হয়ে একমাত্র গোলটি করেন রাফিনিয়া।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা। ২২তম মিনিটে আক্রমণে যাওয়া বেনফিকা ফরোয়ার্ডকে বক্সের খুব কাছে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন কুবার্সি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলায়নি রেফারির। সেই ফ্রিকিক থেকে দারুণ শট নেন ওরকুন কোকু। কিন্তু ঝাঁপিয়ে সেটি ঠেকান স্ট্যান্সনি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলতে থাকে একইভাবে। ৫১তম মিনিটে দারুণ সুযোগ পায় বেনফিকা। তবে ফেডরিক অরসেন্সের শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। ৬১তম মিনিটে নিজেদের অর্ধে বলের নিয়ন্ত্রণ হারায় বেনফিকা। সেই সুযোগ কাজে লাগে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আগামী মঙ্গলবার ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে দুদল।