ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে বাজার মূলধন, কমেছে লেনদেন

  • আপডেট সময় : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা। তবে কমেছে লেনদেনের পরিমাণ। তথ্য মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ৬৩৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ। সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪২৩ কোটি টাকা। এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৪ কোটি ৪৯ লাখ টাকা বা ১৮ দশমিক ১৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১২ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৪ শতাংশ। লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৭ শতাংশ। এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেম লিমিটেডের ৯ কোটি ৫৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ কোটি ৪৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ কোটি টাকা, অগ্নি সিস্টেম লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ৮ কোটি ৫৮ লাখ টাকা, বিচ হ্যাচারী লিমিটেডের ৮ কোটি ৫১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৯৩ লাখ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ৭ কোটি ৬২ লাখ টাকা।
দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস
গত সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা বা ২৪ দশমিক ৮১ শতাংশ কমেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫০ পয়সা বা ১১ দশমিক ৮১ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ১ টাকা ৫০ পয়সা বা ১০ দশমিক ৪৯ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্সের ১১.১১ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১০.৪৯ শতাংশ, অলটেক্সের ৯.০৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৮.৯৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৭.৯৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৭.৭৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ ও নিটল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ শেয়ার দর কমেছে। –

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মহান বিজয়ের মাস শুরু

বেড়েছে বাজার মূলধন, কমেছে লেনদেন

আপডেট সময় : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

বাণিজ্য ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা। তবে কমেছে লেনদেনের পরিমাণ। তথ্য মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ২৫ শতাংশ বা ১ হাজার ৬৩৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ। সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০৬ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪২৩ কোটি টাকা। এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৪ কোটি ৪৯ লাখ টাকা বা ১৮ দশমিক ১৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১২ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৪ শতাংশ। লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৭ শতাংশ। এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেম লিমিটেডের ৯ কোটি ৫৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ কোটি ৪৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ কোটি টাকা, অগ্নি সিস্টেম লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ৮ কোটি ৫৮ লাখ টাকা, বিচ হ্যাচারী লিমিটেডের ৮ কোটি ৫১ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৯৩ লাখ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ৭ কোটি ৬২ লাখ টাকা।
দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস
গত সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ২০ পয়সা বা ২৪ দশমিক ৮১ শতাংশ কমেছে। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৫০ পয়সা বা ১১ দশমিক ৮১ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ১ টাকা ৫০ পয়সা বা ১০ দশমিক ৪৯ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ফাইন্যান্সের ১১.১১ শতাংশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ১০.৪৯ শতাংশ, অলটেক্সের ৯.০৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৮.৯৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৭.৯৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৭.৭৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ ও নিটল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ শেয়ার দর কমেছে। –