ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন সংকট

  • আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা : তীব্র গরমে বগুড়ার নন্দীগ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২২-২৫ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া রোগীর সংখ্যা এতটাই বেড়েছে হাসপাতালে বেড খালি না থাকায় ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। সেই সঙ্গে হাসপাতালে সংকট দেখা দিয়েছে স্যালাইনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, গরমে ব্যাপকহারে বাড়তে শুরু করেছে ডায়রিয়ার রোগী। যার প্রভাব পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ২২-২৫ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এছাড়া অন্য রোগীও রয়েছেন। এদিকে কলেরা স্যালাইন সংকট বিদ্যমান। সরেজমিনে গতকাল শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হাসপাতালে খালি বেড নেই। রোগীর সংখ্যা বেশি থাকায় বেড না পেয়ে ওয়ার্ডের মেঝেতেই তাদের চিকিৎসা নিতে হচ্ছেন। হাসপাতালের মেঝেতে থাকা ডায়রিয়ার রোগী বাদলাশন গ্রামের হাসিনা বেগম বলেন, হঠাৎ পেটে পীড়া শুরু হয়। পরে বমি ও পায়খানার সমস্যা নিয়ে শুক্রবার সকালে ভর্তি হয়েছি। সব বেডে রোগী রয়েছে তাই মেঝেতে থাকতে হচ্ছে। তোফাজ্জল হোসেন নামের আরেক রোগী বলেন, বুধবারে গরমের কারণে ১৪-১৫ বার পাতলা পায়খানা করেছি। পরে হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে কিছু ওষুধ দিছে। কিছু ওষুধ ও স্যালাইন বাহিরে থেকে কিনতে হচ্ছে। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন ম-ল বলেন, ডায়রিয়ার অনেক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তাদের বেড দেওয়া সম্ভব হচ্ছে না। তবে খাওয়ার স্যালাইনসহ অন্যান্য ওষুধপত্র দেওয়া হচ্ছে। আমরা সাধ্যমত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন সংকট

আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বগুড়া সংবাদদাতা : তীব্র গরমে বগুড়ার নন্দীগ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২২-২৫ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া রোগীর সংখ্যা এতটাই বেড়েছে হাসপাতালে বেড খালি না থাকায় ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। সেই সঙ্গে হাসপাতালে সংকট দেখা দিয়েছে স্যালাইনের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, গরমে ব্যাপকহারে বাড়তে শুরু করেছে ডায়রিয়ার রোগী। যার প্রভাব পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ২২-২৫ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এছাড়া অন্য রোগীও রয়েছেন। এদিকে কলেরা স্যালাইন সংকট বিদ্যমান। সরেজমিনে গতকাল শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হাসপাতালে খালি বেড নেই। রোগীর সংখ্যা বেশি থাকায় বেড না পেয়ে ওয়ার্ডের মেঝেতেই তাদের চিকিৎসা নিতে হচ্ছেন। হাসপাতালের মেঝেতে থাকা ডায়রিয়ার রোগী বাদলাশন গ্রামের হাসিনা বেগম বলেন, হঠাৎ পেটে পীড়া শুরু হয়। পরে বমি ও পায়খানার সমস্যা নিয়ে শুক্রবার সকালে ভর্তি হয়েছি। সব বেডে রোগী রয়েছে তাই মেঝেতে থাকতে হচ্ছে। তোফাজ্জল হোসেন নামের আরেক রোগী বলেন, বুধবারে গরমের কারণে ১৪-১৫ বার পাতলা পায়খানা করেছি। পরে হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে কিছু ওষুধ দিছে। কিছু ওষুধ ও স্যালাইন বাহিরে থেকে কিনতে হচ্ছে। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন ম-ল বলেন, ডায়রিয়ার অনেক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার কারণে তাদের বেড দেওয়া সম্ভব হচ্ছে না। তবে খাওয়ার স্যালাইনসহ অন্যান্য ওষুধপত্র দেওয়া হচ্ছে। আমরা সাধ্যমত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।