ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বেঙ্গল টাইগারের দেখা মিলল পশ্চিমবঙ্গের বক্সা জঙ্গলে

  • আপডেট সময় : ০৮:৫১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার আলিপুরদুয়ার জেলার বক্সা জঙ্গলে বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায় একটি বেঙ্গল টাইগারের ছবি মেলে। বন দপ্তর বেঙ্গল টাইগারের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর অনেকেই তা নিয়ে আলোচনা করেন।
২৩ বছর ধরে এ বক্সা অভয়ারণ্যে কোনো বাঘের ছবি মেলেনি। বন দপ্তর এখন জানাচ্ছে, বক্সা অভয়ারণ্যে বাঘ আছে। যদিও এ অভয়ারণ্যে হাতি, সাম্বার হরিণ, বাইসন, চিতাবাঘসহ অন্যান্য অনেক প্রাণী আছে। এ অভয়ারণ্যে ২৮৪ জাতের পাখিও রয়েছে। বক্সার অভয়ারণ্যটি ভারতের ভুটান–সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত। ৭৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে এই অভয়ারণ্য।
এ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের অন্যতম একটি পর্যটনকেন্দ্র। প্রতিবছর এখানে দেশ–বিদেশের পর্যটকেরা আসেন। রয়েছে এ জঙ্গলে জীবজন্তু দেখার জন্য নানা সাফারির ব্যবস্থা। বিশেষ গাড়িতে করে পর্যটকেরা এ অভয়ারণ্যে ঘুরে জঙ্গলের বিভিন্ন জীবজন্তু দেখেন। কিন্তু সম্প্রতি এ অভয়ারণ্যে বেঙ্গল টাইগারের অস্তিত্ব মেলায় পশ্চিমবঙ্গের বন দপ্তর আপাতত এ অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
পশ্চিমবঙ্গের সাবেক বন কর্মকর্তা রবিকান্ত সিনহা বলেছেন, এ অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব আগে থাকলেও সাম্প্রতিককালে তার অস্তিত্ব ধরা পড়েনি। অবশেষে ২৩ বছর পর ১১ ডিসেম্বর ধরা পড়েছে বাঘের অস্তিত্ব। ১১ ডিসেম্বর এ অভয়ারণ্যে লাগানো ট্র্যাপ ক্যামেরায় বেঙ্গল টাইগারের ছবি মেলায় নতুন করে শুরু হয়েছে এ অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব নিয়ে জল্পনাকল্পনা।
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বন্য প্রাণীপ্রেমী ল্যারি বোস বলেছেন, ট্র্যাপ ক্যামেরায় ধরা বক্সার অভয়ারণ্যের বাঘটি সম্ভবত বক্সাবের পাশের ভুটান সীমান্তের জঙ্গল থেকেও আসতে পারে। বিষয়টি নিয়ে বন দপ্তর তদন্তও শুরু করেছে। তিনি আরও বলেন, বক্সার অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব থাকলে এত দিনে তার প্রমাণ মিলত যেভাবেই হোক।
এদিকে বক্সারের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ওই বাঘ আদৌ পশ্চিমবঙ্গের নাকি ভুটান জঙ্গল থেকে এসেছে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এমনও হতে পারে যে বাঘটি সত্যিই ভুটান জঙ্গল থেকে এসেছে। তাই তো রাজ্যের বাঘপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, বাঘটি কোন দেশের—ভারতের না ভুটানের, নাকি ভারতে অনুপ্রবেশকারী?

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বেঙ্গল টাইগারের দেখা মিলল পশ্চিমবঙ্গের বক্সা জঙ্গলে

আপডেট সময় : ০৮:৫১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার আলিপুরদুয়ার জেলার বক্সা জঙ্গলে বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায় একটি বেঙ্গল টাইগারের ছবি মেলে। বন দপ্তর বেঙ্গল টাইগারের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর অনেকেই তা নিয়ে আলোচনা করেন।
২৩ বছর ধরে এ বক্সা অভয়ারণ্যে কোনো বাঘের ছবি মেলেনি। বন দপ্তর এখন জানাচ্ছে, বক্সা অভয়ারণ্যে বাঘ আছে। যদিও এ অভয়ারণ্যে হাতি, সাম্বার হরিণ, বাইসন, চিতাবাঘসহ অন্যান্য অনেক প্রাণী আছে। এ অভয়ারণ্যে ২৮৪ জাতের পাখিও রয়েছে। বক্সার অভয়ারণ্যটি ভারতের ভুটান–সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত। ৭৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে এই অভয়ারণ্য।
এ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের অন্যতম একটি পর্যটনকেন্দ্র। প্রতিবছর এখানে দেশ–বিদেশের পর্যটকেরা আসেন। রয়েছে এ জঙ্গলে জীবজন্তু দেখার জন্য নানা সাফারির ব্যবস্থা। বিশেষ গাড়িতে করে পর্যটকেরা এ অভয়ারণ্যে ঘুরে জঙ্গলের বিভিন্ন জীবজন্তু দেখেন। কিন্তু সম্প্রতি এ অভয়ারণ্যে বেঙ্গল টাইগারের অস্তিত্ব মেলায় পশ্চিমবঙ্গের বন দপ্তর আপাতত এ অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
পশ্চিমবঙ্গের সাবেক বন কর্মকর্তা রবিকান্ত সিনহা বলেছেন, এ অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব আগে থাকলেও সাম্প্রতিককালে তার অস্তিত্ব ধরা পড়েনি। অবশেষে ২৩ বছর পর ১১ ডিসেম্বর ধরা পড়েছে বাঘের অস্তিত্ব। ১১ ডিসেম্বর এ অভয়ারণ্যে লাগানো ট্র্যাপ ক্যামেরায় বেঙ্গল টাইগারের ছবি মেলায় নতুন করে শুরু হয়েছে এ অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব নিয়ে জল্পনাকল্পনা।
পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের বন্য প্রাণীপ্রেমী ল্যারি বোস বলেছেন, ট্র্যাপ ক্যামেরায় ধরা বক্সার অভয়ারণ্যের বাঘটি সম্ভবত বক্সাবের পাশের ভুটান সীমান্তের জঙ্গল থেকেও আসতে পারে। বিষয়টি নিয়ে বন দপ্তর তদন্তও শুরু করেছে। তিনি আরও বলেন, বক্সার অভয়ারণ্যে বাঘের অস্তিত্ব থাকলে এত দিনে তার প্রমাণ মিলত যেভাবেই হোক।
এদিকে বক্সারের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ওই বাঘ আদৌ পশ্চিমবঙ্গের নাকি ভুটান জঙ্গল থেকে এসেছে, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এমনও হতে পারে যে বাঘটি সত্যিই ভুটান জঙ্গল থেকে এসেছে। তাই তো রাজ্যের বাঘপ্রেমীরা প্রশ্ন তুলেছেন, বাঘটি কোন দেশের—ভারতের না ভুটানের, নাকি ভারতে অনুপ্রবেশকারী?