অর্থ-বাণিজ্য ডেস্ক : সফলভাবে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২২। বৃহস্পতিবার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেযারম্যান মো. জসিম উদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা জনাব সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম। দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেন ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকরা ও সকল বিভাগের বিভাগীয় প্রধানরা। এসময় অর্ধবার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বার্ষিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা ঠিক করা হয়। – বিজ্ঞপ্তি