ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক

  • আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ জন্মদিন। বেগম রোকেয়া দিবসে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একই দিন সামাজিক মাধ্যমে বেগম রোকেয়া কাফির ও মুরতাদ হিসেবে আখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ওই সহযোগী অধ্যাপকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

তিনি নিজের ফেসবুকে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

এই কার্ডে একটি দীর্ঘ লেখা রয়েছে। যেসব লেখায় বেগম রোকেয়ার নানা মন্তব্যের রয়েছে। এইসব মন্তব্যের সমালোচনা করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে।

মাহমুদুল হাসানের এই পোস্টে একজন ’সরি স্যার’ মন্তব্য লিখেছেন। সঙ্গে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, সেই স্ক্রিনশটে ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে আছেন যেটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।

এদিকে, ডিসেম্বরের ৫ তারিখেও মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে নিয়ে একটি ধর্মীয় আলোচনা বিষয়ক বক্তব্য শেয়ার করেছেন। যেখানে বেগম রোকেয়ার নানা বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিয়ে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর রণতরী জেরাল্ড আর ফোর্ড

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক

আপডেট সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ জন্মদিন। বেগম রোকেয়া দিবসে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একই দিন সামাজিক মাধ্যমে বেগম রোকেয়া কাফির ও মুরতাদ হিসেবে আখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ওই সহযোগী অধ্যাপকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

তিনি নিজের ফেসবুকে বেগম রোকেয়ার একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’

এই কার্ডে একটি দীর্ঘ লেখা রয়েছে। যেসব লেখায় বেগম রোকেয়ার নানা মন্তব্যের রয়েছে। এইসব মন্তব্যের সমালোচনা করা হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে।

মাহমুদুল হাসানের এই পোস্টে একজন ’সরি স্যার’ মন্তব্য লিখেছেন। সঙ্গে একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, সেই স্ক্রিনশটে ‘আমিই রোকেয়া’ লোগোর সামনে প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে আছেন যেটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম।

এদিকে, ডিসেম্বরের ৫ তারিখেও মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে নিয়ে একটি ধর্মীয় আলোচনা বিষয়ক বক্তব্য শেয়ার করেছেন। যেখানে বেগম রোকেয়ার নানা বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

মাহমুদুল হাসান ২০০৯ সালে ইস্টার্ন ইউনিভার্সিটিয়ে লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন।

ওআ/আপ্র/০৯/১২/২০২৫