ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবিতে গণসমাবেশ

  • আপডেট সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার দুপুরে গাজীপুর নগরীর সারাব এলাকার সানসিটির মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। ছবি সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হয়ে যাওয়া ১৬টি কারখানা পুনরায় চালুর দাবিতে গাজীপুর নগরীতে গণসমাবেশ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় মহানগরীর সারাব এলাকার সানসিটির মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। এর আগে, গত সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি তৈরি পোশাক কারখানার ফিনিসিং কোয়লিটি ইনচার্জ মো. মামুনুর রশিদ বলেন, কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছে। কারখানা খোলা ছাড়া শ্রমিকদের হাতে বিকল্প কোনো ব্যবস্থা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে।

গণসমাবেশের আগে শ্রমিকরা ওই এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। এতে কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলা হয়, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে তারা যেন একত্রিত হয়। ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কারখানায় প্রায় ৪২ হাজার শ্রমিক কাজ করেন। বৈঠকে জানানো হয়, কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ না থাকায় এবং প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ায় কার্যক্রম চালানো সম্ভব নয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান।

সমাবেশে শ্রমিকরা জানান, বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে প্রায় ৪২ হাজার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এখন তাদের একমাত্র দাবি, কারখানাগুলো পুনরায় চালু করা হোক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবিতে গণসমাবেশ

আপডেট সময় : ০৮:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

গাজীপুর প্রতিনিধি: বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হয়ে যাওয়া ১৬টি কারখানা পুনরায় চালুর দাবিতে গাজীপুর নগরীতে গণসমাবেশ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় মহানগরীর সারাব এলাকার সানসিটির মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। এর আগে, গত সপ্তাহে চন্দ্রা-নবীনগর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি তৈরি পোশাক কারখানার ফিনিসিং কোয়লিটি ইনচার্জ মো. মামুনুর রশিদ বলেন, কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা বাধ্য হয়েই রাস্তায় নেমে এসেছে। কারখানা খোলা ছাড়া শ্রমিকদের হাতে বিকল্প কোনো ব্যবস্থা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই শ্রমিকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে।

গণসমাবেশের আগে শ্রমিকরা ওই এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। এতে কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলা হয়, কারখানাগুলো পুনরায় চালু, ব্যাংকিং কার্যক্রম সচল এবং বকেয়া পরিশোধের দাবিতে তারা যেন একত্রিত হয়। ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কারখানায় প্রায় ৪২ হাজার শ্রমিক কাজ করেন। বৈঠকে জানানো হয়, কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ না থাকায় এবং প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ায় কার্যক্রম চালানো সম্ভব নয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান।

সমাবেশে শ্রমিকরা জানান, বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে প্রায় ৪২ হাজার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এখন তাদের একমাত্র দাবি, কারখানাগুলো পুনরায় চালু করা হোক।