ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ভারতে চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু

  • আপডেট সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

প্রত্যাশা ডেস্ক: ভারতে নতুন একটি চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আন্তত ১০টি হরিণ প্রাণ হারিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সম্প্রতি উদ্বোধন করা পুথুর চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।

মাত্র দুই সপ্তাহ আগেই চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর ১৫ দিন না পেরোতেই এই ঘটনা ঘটায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, কেরালার সদ্য উদ্বোধন করা ত্রিশূরের পুথুর চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১০টি হরিণ মারা গেছে। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আরুন জাকারিয়াসের নেতৃত্বে একটি দল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টমর্টেম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। তবে চিড়িয়াখানার পরিচালক নাগারাজ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

এনডিটিভি বলছে, সম্প্রতি পুথুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন চালু করেছে। তবে এখন পর্যন্ত শুধু স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খোলার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

৩৩৬ একর জমিতে গড়ে ওঠা ত্রিশূর চিড়িয়াখানাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের প্রথম ‘ডিজাইনার জু’ হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

চিড়িয়াখানাটিতে ২৩টি উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশের ঘেরায় ৮০ প্রজাতির ৫৩৪টি প্রাণী রাখার পরিকল্পনা রয়েছে। পুরোনো ত্রিশূর চিড়িয়াখানা থেকে ধীরে ধীরে প্রাণীগুলোকে নতুন স্থাপনায় স্থানান্তর করা হচ্ছে।

ওআ/আপ্র/১২/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতে চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ভারতে নতুন একটি চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আন্তত ১০টি হরিণ প্রাণ হারিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সম্প্রতি উদ্বোধন করা পুথুর চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।

মাত্র দুই সপ্তাহ আগেই চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর ১৫ দিন না পেরোতেই এই ঘটনা ঘটায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সংবাদমাধ্যমটি বলছে, কেরালার সদ্য উদ্বোধন করা ত্রিশূরের পুথুর চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১০টি হরিণ মারা গেছে। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আরুন জাকারিয়াসের নেতৃত্বে একটি দল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টমর্টেম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। তবে চিড়িয়াখানার পরিচালক নাগারাজ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

এনডিটিভি বলছে, সম্প্রতি পুথুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন চালু করেছে। তবে এখন পর্যন্ত শুধু স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খোলার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

৩৩৬ একর জমিতে গড়ে ওঠা ত্রিশূর চিড়িয়াখানাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের প্রথম ‘ডিজাইনার জু’ হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

চিড়িয়াখানাটিতে ২৩টি উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশের ঘেরায় ৮০ প্রজাতির ৫৩৪টি প্রাণী রাখার পরিকল্পনা রয়েছে। পুরোনো ত্রিশূর চিড়িয়াখানা থেকে ধীরে ধীরে প্রাণীগুলোকে নতুন স্থাপনায় স্থানান্তর করা হচ্ছে।

ওআ/আপ্র/১২/১১/২০২৫