ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : ১২:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

গাজীপুর সংবাদদাতা: টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝে তুরাগ নদীর বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারে দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে মানববন্ধন শুরু করেন তারা। পরে টঙ্গী উড়ালসড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, আমরা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই নির্মাণ করতে হবে। এ সময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।

মানবন্ধনে এই দাবির পক্ষে বক্তব্য রাখেন হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার ও বশির উদ্দিন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা ১১টার দিকে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব

বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ১২:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

গাজীপুর সংবাদদাতা: টঙ্গী-আবদুল্লাহপুরের মাঝে তুরাগ নদীর বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারে দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে মানববন্ধন শুরু করেন তারা। পরে টঙ্গী উড়ালসড়কের নিচে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উত্তরা, টঙ্গী ও গাজীপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সড়ক অবরোধে তাদের সঙ্গে আশপাশের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা বলেন, আমরা টঙ্গী-আবদুল্লাহপুর সেতু চাই। আমাদের দাবি মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে হবে। আমাদের দফা এক, দাবি এক। ব্রিজ অবশ্যই নির্মাণ করতে হবে। এ সময় তারা আব্দুল্লাহপুর সড়ক সংস্কারের দাবিও করেন।

মানবন্ধনে এই দাবির পক্ষে বক্তব্য রাখেন হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার ও বশির উদ্দিন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বেলা ১১টার দিকে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক আছে।

এসি/