আব্দুল হাকিম বেপারি
বরিশালের উজিরপুর উপজেলার লোককথার রয়েছে আলাদা ধরন ও বৈশিষ্ট্য। যা অন্য উপজেলা তো বটেই বরিশাল বিভাগের অন্য জেলা ও উপজেলার লোককথার সাথে পার্থক্য সূচিত করে। উজিরপুর উপজেলার পরতে পরতে লোককথা যেন মিশে আছে। দেখুন সেরকম একটা লোককথা- যা বাংলাদেশের অন্য এলাকার লোককথার থেকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বহন করে।
‘‘গাববাড়ি গাজিরপাড়
ঢেঁহি আছে বাইশ হাজার’’
শব্দ পরিচিতি:
গাববাড়ি = একটি গ্রামের নাম, গাজিরপাড় = একটি গ্রামের নাম। ঢেঁহি = ঢেঁকি।
প্রেক্ষাপট: মোগল আমল, নবাবি আমল, ব্রিটিশ আমল এমনকি পাকিস্তান আমলের ১৯৭০ সাল পর্যন্ত উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের অনেক গ্রামের মানুষের প্রধান জীবিকা ছিল কুটিইয়ালি (কুইড্যালি) করা। কুইড্যাল তাদেরই বলা হলো- যারা হাটবাজার এবং গ্রামের মানুষের জমি বা বাড়ি থেকে ধান ক্রয় করে নিয়ে এসে সিদ্ধ করে শুকাতো এবং তা থেকে ঢেঁকিতে ছেঁটে চাউল বের করতো। তৎকালে কোনো যান্ত্রিক চাউলের কল/ধান ভাঙানো কল ছিল না এলাকায়।
সেসময় প্রতিটি পরিবারে (প্রতিটি খানায়) একটি করে ঢেঁকি থাকতো। কুটিয়ালি ব্যবসা যারা করতো না-তাদের নিজেদের খাবার চাউলও ঢেঁকিতে ধান ভানে বের করা হতো। অর্থাৎ প্রায় প্রতিটি পরিবারেই একটি করে ঢেঁকি ছিল।
২০২৪ সালে গ্রামে এখন ঢেঁকি দেখা যাচ্ছে না। সেখানে দখল করেছে রাইস মিল।
‘বাইশ হাজার ঢেঁকি’ প্রতীকী কথা। সেসময় হয়তো ২ হাজার বা তার বেশি বা কম অথবা ১০ হাজারই ছিল ধরুন। বাইশ হাজার দিয়ে মূলত সকল গ্রামে ঢেঁকিই ছিল এটা বুঝানো হয়েছে।
সংগ্রহকারী : আব্দুল হাকিম বেপারি
গ্রাম : গড়িয়া, ইউপি: বড়াকোঠা, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল : অক্টোবর-২০২৪