ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বৃষ্টি বাঁচিয়ে দিলো ইংল্যান্ডকে

  • আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক জো রুটের অসধারণ সেঞ্চুরির সুবাধে ৩০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মোটে ২০৯ রানের। ট্রেন্টব্রিজে ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে, দ্বিতীয় ইনিংসে সেভাবে ব্যাট করলে বিপদ ছিল ইংল্যান্ডের জন্য। ভারতীয়রা জিতেও যেতে পারতো। কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান করে চতুর্থ দিন শেষ করে ভারত। শেষ দিন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৫৭ রানের। অনায়াসেই এই রান তুলে নিতে পারতো বিরাট কোহলির দল। কিন্তু শেষ দিন খেলাই মাঠে গড়াতে দিল না বৃষ্টি। তুমুল বৃষ্টির কারণে একটি বলও খেলা হয়নি। ফলে নিরস বদনে ড্র’ই মেনে নিতে হলো ভারতকে। বৃষ্টি নিশ্চিত হার থেকে বাঁচিয়ে দিলো ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ভারতীয় পেস তোপে মাত্র ১৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ২৭৮ রান করে ভারত। ৯৫ রান পিছিয়ে থেকে ৩০৩ রান করে ইংল্যান্ড। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫২ রান করার পর আর খেলাই মাঠে গড়ালো না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৃষ্টি বাঁচিয়ে দিলো ইংল্যান্ডকে

আপডেট সময় : ১২:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : ৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক জো রুটের অসধারণ সেঞ্চুরির সুবাধে ৩০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মোটে ২০৯ রানের। ট্রেন্টব্রিজে ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছে, দ্বিতীয় ইনিংসে সেভাবে ব্যাট করলে বিপদ ছিল ইংল্যান্ডের জন্য। ভারতীয়রা জিতেও যেতে পারতো। কিন্তু তাদেরকে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রান করে চতুর্থ দিন শেষ করে ভারত। শেষ দিন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৫৭ রানের। অনায়াসেই এই রান তুলে নিতে পারতো বিরাট কোহলির দল। কিন্তু শেষ দিন খেলাই মাঠে গড়াতে দিল না বৃষ্টি। তুমুল বৃষ্টির কারণে একটি বলও খেলা হয়নি। ফলে নিরস বদনে ড্র’ই মেনে নিতে হলো ভারতকে। বৃষ্টি নিশ্চিত হার থেকে বাঁচিয়ে দিলো ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ভারতীয় পেস তোপে মাত্র ১৮৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ২৭৮ রান করে ভারত। ৯৫ রান পিছিয়ে থেকে ৩০৩ রান করে ইংল্যান্ড। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫২ রান করার পর আর খেলাই মাঠে গড়ালো না।