রুশো আরভি নয়ন : ফুটেছে কদম গাছের ডালে
ঝরেছে কতো বৃষ্টি,
আকাশ প্রাণের চন্দ্র,সূর্য
নিদারুন এই সৃষ্টি।
ডেকেছে পাখি ঘরের চালে
গেয়েছে মন মিষ্টি,
বাতাসে মিশেছে শুভ্র বেলি
সুদূর প্রসার দৃষ্টি।
মিলেছে নদী সাগর টানে
বয়েছে কতো কৃষ্টি,
পাহাড় বুকে দাগ কেটেছে
ঝর্ণা ধারার বৃষ্টি।