ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই

  • আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে, তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে শত রানে এগিয়ে থেকে। এদিন ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের। আগের দিনের এক উইকেটে ৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা ১টায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়। তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। এরপর চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।

ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান। চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান। মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকের আলি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন ২১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছনে ৬০ রানে। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি আর আলোক স্বল্পতার মাঝে বাংলাদেশের লড়াই

আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: সিলেটে আজ যত সময় ক্রিকেট হয়েছে, তার চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে বৃষ্টি ও আলোক স্বল্পতায়। ক্রিকেটের এমন অনুপযোগী পরিবেশেও কিছুটা স্বস্তি দিয়েছে বাংলাদেশের ব্যাটিং। পিছিয়ে থেকে দিন শুরু করা টাইগাররা দিন শেষ করেছে শত রানে এগিয়ে থেকে। এদিন ৩ উইকেট হারালেও ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৬০ রান, আর জাকের আলির ২১ রান। ৬ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড এখন ১১২ রানের। আগের দিনের এক উইকেটে ৫৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। এতে বেশ কিছু সময় নষ্ট হয়। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা ১টায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন। দুজনের জুটির রান পঞ্চাশ ছাড়ায়। তবে মুজারাবানির শর্ট বলের ফাঁদে পড়ে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন জয়। ৬৫ বলে ৩৩ রানে টাইগার এই ওপেনার ফিরলে ভাঙে ৯৭ বলে ৬০ রানের জুটি। এরপর চারে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আগের ইনিংসে অর্ধশতরান করা মুমিনুল।

ক্রিজে নামার পর দ্রুত রান তুলছিলেন শান্ত। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুমিনুল। দুই বাঁহাতি ব্যাটারের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৫ রান। ৩৪তম ওভারে ভিক্টর নিয়াউচির শেষ বলে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৪৭ রান। চা-বিরতির আগমুহূর্তে বাংলাদেশের বিপদ বাড়ান মুশফিকুর রহিম। মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন মুশফিক। এবারও সেই ক্রেইগ আরভিনের বিশ্বস্ত হাত ক্যাচ লুফে নিতে ভুল করলো না। তার ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪ রান। মুশফিকের বিদায়ে বাংলাদেশ কিছুটা হলেও বিপাকে পড়ে। তবে জাকের আলি সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। তিনি অপরাজিত আছেন ২১ রান করে। দিনের খেলা শেষ হওয়ার আগে ফিফটি তুলে নেন শান্ত। অধিনায়ক অপরাজিত আছনে ৬০ রানে। নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।