ক্রীড়া ডেস্ক : বৃষ্টি আর আলোকস্বল্পতার বাধায় সিডনি টেস্টে প্রথম দিনে খেলা হলো মোটে ৪৭ ওভার। মেঘলা আকাশের নিচে অবশ্য দারুণ শুরুটা ধরে রাখতে পারলেন না দক্ষিণ আফ্রিকার পেসাররা। ২ উইকেটে ১৪৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন আউট হয়েছেন ৭৯ করে। হাফসেঞ্চুরি তুলে উসমান খাজা অপরাজিত আছেন ৫৪ রানে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অ্যানরিচ নরকিয়ার বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ডেভিড ওয়ার্নার মাত্র ১০ করেই ফিরেছিলেন ইনিংসে চতুর্থ ওভারেই। এরপর কাগিসো রাবাদা, মার্কো জানসেনরাও চাপে রেখেছিলেন অস্ট্রেলিয়াকে। প্রথম ১২ ওভারে ১ উইকেট হারিয়ে কেবল ২৪ রান তুলতে পারে অসিরা। তবে আস্তে আস্তে সেই চাপ সরিয়ে দিয়েছেন মার্নাস লাবুশেন আর উসমান খাজা। দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন তারা। হাফসেঞ্চুরি করেন দুজনই। দিনের খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলে লাবুশেন আউট না হলে আরও ভালো অবস্থানে থাকতো অস্ট্রেলিয়া। কিন্তু তার আর দোষ কী! নরকিয়া যে ‘আনপ্লেয়বেল’ এক ডেলিভারিতে উইকেটরক্ষকের ক্যাচ বানান তাকে। ১৫১ বলে ১৩ বাউন্ডারিতে লাবুশেন তখন ৭৯ রানে।