ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

বৃষ্টির মধ্যে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

  • আপডেট সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনার সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৃষ্টির মধ্যে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

আপডেট সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ঘটনার সময় তুমুল বৃষ্টি হচ্ছিল। সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।