ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে প্রাণ গেল দুজনের

  • আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের হানিফ আলী মোড় এলাকায় তরিকুলের রিকশার গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রিকশার গ্যারেজ মালিক মো. রাজ্জাক ও চায়ের দোকানদার মো. জিয়া।
নিহত মো. রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বার ঘরিয়ার আব্দুল ওহাবের ছেলে। তিনি তরিকুল নামের ওই রিকশার গ্যারেজের মালিক। মো. জিয়া সিরাজগঞ্জ সদরের ডেউপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে জিয়া। রিকশার গ্যারেজের পাশে তার একটি চায়ের দোকান রয়েছে। স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টি চলাকালে গ্যারেজ মালিক রাজ্জাক জিয়ার চায়ের দোকানে বসা ছিলেন। সড়কে বৃষ্টির পানি জমে রিকশার চাকা অনেকটা ডুবে যায়। পরে রাজ্জাক বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে জিয়াও বিদ্যুস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান বলেন, ‘উত্তরা ১০ নম্বর সেক্টরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে প্রাণ গেল দুজনের

আপডেট সময় : ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের হানিফ আলী মোড় এলাকায় তরিকুলের রিকশার গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রিকশার গ্যারেজ মালিক মো. রাজ্জাক ও চায়ের দোকানদার মো. জিয়া।
নিহত মো. রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বার ঘরিয়ার আব্দুল ওহাবের ছেলে। তিনি তরিকুল নামের ওই রিকশার গ্যারেজের মালিক। মো. জিয়া সিরাজগঞ্জ সদরের ডেউপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে জিয়া। রিকশার গ্যারেজের পাশে তার একটি চায়ের দোকান রয়েছে। স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টি চলাকালে গ্যারেজ মালিক রাজ্জাক জিয়ার চায়ের দোকানে বসা ছিলেন। সড়কে বৃষ্টির পানি জমে রিকশার চাকা অনেকটা ডুবে যায়। পরে রাজ্জাক বৃষ্টির পানি থেকে রিকশা সরাতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে জিয়াও বিদ্যুস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান বলেন, ‘উত্তরা ১০ নম্বর সেক্টরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’